var Goaplaces = { menusystembengali : " "+ "এই পাতার জায়গাসমূহঃ-
"+ "মেনু দেখতে ক্লিক করুন"+ " •মুখবন্ধ"+ " •ক্রুজ ট্যুর "+ " •ওল্ড গোয়া"+ " •নর্থ গোয়া"+ " •দুধসাগর জলপ্রপাত "+ " •উত্তরতম গোয়া"+ " •মাজোড়দা"+ " •সাউত গোয়া "+ " •চান্দর"+ " •বিচোলিম"+ " •বিগফুট
", menusystemenglish : " "+ "Places in This Page:-
"+ "Click To See Menu"+ " •Prelude"+ " •Cruze Tour "+ " •Old Goa"+ " •North Goa"+ " •Dudhsagar Falls "+ " •Northernmost Goa"+ " •Majorda"+ " •South Goa "+ " •Chandar"+ " •Bicholim"+ " •Bigfoot
", preludebengali : "মুখবন্ধঃ-সবুজ, ঝকঝকে ও জমকালো - এই তিনটে কারণে গোয়া কয়েক দশক ধরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রস্থল। রেশমি বালির স্তর, কেলাস নির্মিত সমুদ্র সৈকত, কোকোহাট সংস্কৃতি ও শুধুমাত্র অলসভাবে দিন কাটানোর জন্যে গোয়ায় বছরে প্রায় কুড়ি লক্ষ পর্যটক আসেন। পায়ের তলায় উষ্ণ বালির আমেজ নেওয়া ছাড়াও গোয়ার অত্যন্ত ঐতিহ্যশালী সংস্কৃতি, পক্ষী-পর্যবেক্ষণ, প্রজাপতি ভরা জঙ্গল, শতাব্দী-প্রাচীন গির্জা, রাজধানীর বুকে নিজের খেয়ালে এঁকে-বেঁকে চলা নদী পথে নৌ-ভ্রমণ আর স্থাপত্য ও ঐতিহ্যের রঙিন মিশ্রণে নিষিক্ত হওয়া পর্তুগীজ খাবারের এক অনন্য অনুভব রয়েছে গোয়ায়। খৃষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে সম্রাট অশোকের ময়ূরা থেকে ১০৫৪ খৃষ্টাব্দ পর্যন্ত কাদম্ব রাজাদের রাজত্ব অব্দি গোয়ার রাজধানী চান্দর থেকে গোভপুরী ও বিভিন্ন জায়গায় বহুবার স্থানান্তরিত হয়। গোয়া বহু শতাব্দী ধরে বহু যুদ্ধের সাক্ষী। দিল্লীর মুসলিম সুলতানরা ও বহেমিয়ান সুলতানদের সঙ্গে হিন্দু বিদ্যানগর রাজাদের দীর্ঘ যুদ্ধের ফলে বহু হিন্দু মন্দির ও ঘরবাড়ি ধ্বংস হয়। অবশেষে বিজাপুরের বহেমিয়ান সুলতান শাহ সবাইকে পরাজিত করে, পুরানো গোয়ায় তাদের রাজধানী স্থাপন করে৷ পর্তুগীজরা ১৫১০ সালে বিজাপুরের রাজাদের পরাস্ত করে গোয়ার ক্ষমতা দখল করে। তারা এসেছিল গোয়ার অত্যন্ত উচ্চ মানের মশলা আর জলপথ ও নৌ-বন্দরের ক্ষমতা দখল করতে। ক্ষমতা পাবার পর তারা রাজ্যে রাজ্যে নিজেদের প্রভাব বিস্তার করে। এরপর খৃষ্টান ধর্মযাজকদের অনুরোধে পর্তুগীজরা গোয়ায় ধর্মবিস্তার ও ধর্মান্তরণে মনোনিবেশ করে৷ এ সব কিছুই চলে এক অমানবিক অত্যাচারের মধ্যে দিয়ে। ১৯৬১ সালে ভারতীয় সেনাবাহিনী গোয়ার দখল নেয় ও পাঁচ শতক ধরে চলতে থাকা পর্তুগীজদের রাজত্ব শেষ হয়। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
", preludeenglish : "Introduction:-Green, bright and gorgeous - Goa has been a tourist attraction for decades for these three reasons. Nearly two million tourists visit Goa every year to enjoy the layers of silky sand, the crystalline beaches, the cocohat culture and the lazy days alone. Apart from the warm sand at the foot of the river, Goa's highly traditional culture, bird-watching, butterfly-filled jungle, century-old churches, cruises along the winding river in the heart of the capital, and a feeling of the taste of palatable food colorfully mixed with Portuguese architecture and tradition. From the Mayura Emperor Ashoka in the third century BC to the reign of the Kadamba kings upto 1054 AD, the capital of Goa was shifted from Chandar to Govpuri and many other places. Goa has witnessed many wars over the centuries. Many Hindu temples and houses were destroyed as a result of the long battle of the Hindu Vidyanagar kings with the Muslim Sultans of Delhi and the Bohemian Sultans. Eventually the Bohemian Sultan Shah of Bijapur defeated all of them and established their capital at Old Goa. The Portuguese captured Goa in 1510 by defeating the kings of Bijapur. They came to Goa to seize the very high-quality spices and the power of waterways and seaports. After gaining power, they spread their influence in the states. The Portuguese then, at the request of the Christian clergy, concentrated on proselytizing and converting in Goa. All this goes on with an inhuman torture. Goa was captured by the Indian Army in 1961 and the five-century-long reign of the Portuguese came to an end. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
", photoprelude : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", cruzetourbengali : "০২-০২-২০১৪-সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। ৭-৩০ এ ট্যাক্সি বলা আছে। সবকিছু সেরে আমি আর টুলটুল এয়ারপোর্ট পৌঁছলাম সকাল ৮-টায়। প্লেন ছাড়ল সময়মতই আর ব্যাঙ্গালোর পৌঁছল বেলা ১২-২০ মিনিটে। গোয়া পৌঁছল বেলা দুটোয়। সেখান থেকে মালপত্র নিয়ে গোয়ায় ব্যাঙ্কের হলিডেহোমে পৌঁছলাম প্রায় সাড়ে তিনটেয়। হলিডেহোমটার সিকুইরিটি থাকলেও, খুব বাজে একটা হলিডেহোম। এটাকে যদি হোটেল বলা হয়, তাহলে একটা ঘরও বুক হবে না, কারণ কোন সুবিধে নেই। না আছে ভাল আলো, না আছে একটা টিভি। একটা ভাঙ্গা আলমারি তার আবার চাবি নেই। মালপত্র রাখার রেকগুলো কি রকম ঢেউ খেলানো। আশেপাশে একটা খাবার দোকান তো দূরে থাক, চায়ের দোকানও নেই। ওষুধের দোকান তো দুরস্ত। একটা কিছু খেতে গেলে ৮ টাকা ভাড়া দিয়ে যেতে হবে পানাজি। আর রাত দশটার মধ্যে বাসও বন্ধ হলিডে হোমও বন্ধ। এই সুন্দর ব্যবস্থাটি যার মস্তিষ্ক প্রসূত তাকে আর যাই হোক সুস্থ মানুষ বলা যায় না। আমার পুরো দশদিনের প্যাকড প্রোগ্রাম। আমার আর হোটেল খোজার সময় নেই, তাই এখানেই রয়ে গেলাম পাঁচ দিনের জন্যে। বিকেল চারটে নাগাদ বেরুলাম কিছু খেতে আর ক্রুজ ট্যুর করতে। বাসে করে চলে এলাম বাসস্ট্যান্ডে আর সেখানেই একটা দোকানে চা ধোসা সহযোগে হয়ে গেল লাঞ্চ। ২০০ টাকা জনপ্রতি লঞ্চের টিকিট কেটে শুরু হল একটা দারুণ নৌ-ভ্রমণ। নদীর সৌন্দর্যের পাশাপাশি গোয়ার লোক সংস্কৃতি ও এই নৌভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ। বাচ্চা বয়স্ক সবার জন্যেই কিছু কিছু প্রোগ্রাম ছিল, ফলে সবাই খুব আনন্দ করলাম। বেলা সাড়ে সাতটা নাগাদ নৌ-ভ্রমণ সেরে ফিরে এলাম হলিডে হোমে। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
", cruzetourenglish : "02-02-2014-We woke up in the morning. Taxi is booked at 7-30. After everything was over, me and Tultul arrived at the airport at 8 in the morning. The flight left on time and reached Bangalore at 12:20. We Arrived in Goa at two o'clock. From there we arrived at the bank's holiday home in Goa with my luggage at about three-thirty. Although Holiday Home has security, it is a very bad Holiday Home. If it is called a hotel, not a single room will be booked, because there are no facilities. There is no good light, there is no TV. A broken cupboard doesn't have a key even. The luggage racks are wavy. No food shop was there nearby, no tea shop. The medicine store is remote. If you want to eat something, you have to spent Rupees eight and have to go to Panaji. The bus is also closed at ten o'clock at night and the holiday home is also closed. This beautiful system that come from the brain of that person can no longer be called a healthy person whose brain is developed. We have full ten-day packed program. We don't have time to look for a hotel anymore, so we stayed here for five days. We went out at four in the afternoon to eat something and go on a cruise tour. We got on the bus and went to the bus stand and there we have our lunch with Dhosa and tea in a shop. A great boat trip started with a launch ticket for 200 rupees per person. Apart from the beauty of the river, the folk culture of Goa is one of the main attractions of this cruise. There were programs for everyone from kids to adults, so everyone was very happy. At half past seven in the evening we returned to the holiday home after the boat trip. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
", photocruzetour : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", oldgoabengali : "০৩-০২-২০১৪-স্নান সেরে খেয়ে দেয়ে বেরোতে বেরোতে প্রায় সকাল সাড়ে নটা। বাসে করে ফেরিঘাট বাস স্টপে নেমে হাঁটতে হাঁটতে চললাম চার্চ অফ আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপসনে। সুন্দর সাদা ঝকঝকে ছবির মত এই গির্জা পানাজির ভৌগলিক ও আধ্যাত্মিক কেন্দ্রস্থল, মূল প্রার্থনাস্থল ও প্রধান গির্জা। এটা স্থাপিত হয় ১৫৪১ সালে। সেই সময় পানাজি একটা ছোট্ট গ্রাম ছিল। লিসবন থেকে আসা পর্তুগীজ নাবিকরা এখান থেকেই প্রথম তাদের সফল সমুদ্র লঙ্ঘনের ভাগ্য সংকেত পাঠাতো ও তারপর পুরানো গোয়ার দিকে রওনা হত। এটা চলেছিল বিংশ শতাব্দীর মধ্যভাগেরও বেশি সময় ধরে। ৮ ডিসেম্বর এই গির্জায় বিশেষ অনুষ্ঠান হয় ও গির্জা সেজে ওঠে তার অনন্য রূপে। এই উপলক্ষে এখানে একটা মেলাও হয়। ছবি নেওয়া হ’ল আর তখনিই শুরু হ'ল গির্জার প্রার্থনা। আমরাও তাতে সামিল হলাম। এখানে শুধু ভগবানের বা যিশুখ্রিস্টের ছবি তোলা যাবে, কিন্তু কোন মানুষের ছবি তোলা যাবে না। পুরোটা থাকতে পারলাম না, কারণ আমাদের অনেক জায়গায় যেতে হবে। গির্জার পাশেই রয়েছে জামা মসজিদ। একটি গলির ভেতর হলেও মসজিদটা বেশ বড়। কিন্তু ওটা এখন বন্ধ। খুলবে বেলা দেড়টায়। হাঁটতে হাঁটতে চললাম পানাজির বিখ্যাত ও বিশাল মহালক্ষ্মী মন্দির দেখতে। মহালক্ষ্মী মন্দির, চার্চ ও জামা মসজিদ একই রাস্তায়। গোয়ার ধর্মীয় সমন্বয় ও সহনশীলতার এক সুন্দর ছবি। কিন্তু মহালক্ষ্মী মন্দির জাতপাত, ধর্ম গোষ্ঠী, নারীপুরুষ নির্বিশেষে সবার মিলনস্থল। কারোরোর-কুমথা এলাকার হাভঙ্গি ব্রাহ্মণরা, এই মন্দিরের বিগ্রহ গোয়ায় নিয়ে আসেন ষোড়শ শতাব্দীতে। সংঘর্ষের ভয়ে প্রথম দিকে এই বিগ্রহ বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা হয়, কিন্তু শেষকালে ১০ জুলাই ১৮১৮ সালে তা পাকাপাকিভাবে অভিষিক্ত করা হয়। মন্দির গড়ার কাজ শেষ হয় ১৮১৯ সালে। মহালক্ষ্মীর আসল মূর্তি মন্দিরের পেছনের একটা দেওয়ালে ছোট বাক্সে রাখা আছে, আর বর্তমান মূর্তিটা আসল মূর্তির সামনেই আছে। অর্থাৎ শুধু একটা দেওয়ালের ব্যবধান। পুরো ব্যাপারটা বেশ সাজানো গোছানো। ক্যামেরা সঙ্গে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা নেই কিন্তু ছবি তোলার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা রয়েছে। শুধু লক্ষ্মী নয় আরও অনেক দেব-দেবীর মূর্তি রয়েছে। টুলটুল অনেক দানপাত্রে কিছু করে টাকা দিল। মন্দির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম বাস স্ট্যান্ডে। বাস ধরে চললাম পুরানো গোয়ায়। বাস চলতে লাগল মান্ডভি নদীর তীর ধরে। অপূর্ব সুন্দর জায়গা। তারপর এক জঙ্গলের এভিনিউ ধরে চলা শুরু হ'ল। দূরত্ব বেশী নয় কিন্তু মনোরম ভ্রমণ। আমরা খুব উপভোগ করতে লাগলাম। এক ঘণ্টার মধ্যে পৌঁছে গেলাম পুরোনো গোয়ায়। বাস থেকে নেমেই, গেলাম গোয়ার বিখ্যাত গির্জা ব্যাসিলিকা অফ বম জেসাসে। পৃথিবীর সমস্ত রোমান ক্যাথলিকদের কাছে এটা একটা অন্যতম বিখ্যাত গির্জা। গোয়ায় পর্তুগীজদের অন্যতম পৃষ্ঠপোষক, ধর্মযাজক সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, ধুসর রঙের বিশাল এই গির্জার সোনার গিল্টি করা অন্দরমহলে বহুদিন বাস করেছেন। ১৫৪১ সালে উনি পর্তুগীজদের পাপাচার ও একনায়কত্বের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। ১৬০৫ সালে তাঁকে সোনা বাঁধানো কাঁচের কফিনে কবর দেওয়া হয়। ভেতরে ঢুকলাম আর ছবি নিলাম। অপূর্ব সব কাজ। ঠিক এর উল্টো দিকেই রয়েছে সি ক্যাথিড্রাল গির্জা। এই গির্জা গোয়া তথা এশিয়ার সবচেয়ে বড় গির্জা আর এর পুরো নাম সি ডি সেন্ট ক্যাথিরীন। ১৫৬২ সালে পর্তুগীজ রাজা ডম সেবাস্তিওর আদেশে এর নির্মাণকার্য শুরু হয়, ও শেষ হয় প্রায় ৯০ বছর বাদে। মোটামুটি সাধারণ দেখতে হলেও এর তিনটে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। প্রথমটা হ'ল এশিয়ার বৃহত্তম ঘণ্টাঘর ও বিরাট সোনার ঘণ্টা। দ্বিতীয়টা হ'ল বিশাল পর্দা দেওয়া প্রার্থনা কক্ষ যার নাম চ্যাপেল অফ দি ক্রস অফ মিরাকেলস। ১৬১৯ সালে এক স্থানীয় ধর্মযাজক বিশ্ময়করভাবে এখানে একটা বিশাল ক্রস চিহ্ন স্থাপন করেন। তৃতীয় হচ্ছে পূজাবেদির পেছনে বিশাল সোনালী রঙের চালচিত্র আছে, যাতে সেন্ট ক্যথিরীনের জীবনযাত্রার বিবরণ দেওয়া আছে। এই গির্জাটাও সেন্ট ক্যাথিরীনের নামেই উৎসর্গ করা হয়েছে। ধর্মপ্রচারের অপরাধে ইজিপ্টের আলেকজান্দ্রিয়া প্রদেশে তাঁর মুন্ডুচ্ছেদ করা হয়। চড়া রোদে যিশুখ্রিস্টের মূর্তির নীচে ছায়ায় কিছুক্ষণ বসে রইলাম। উনি নিজের ছেলেমেয়েদের মতই আমাদের আরাম দিলেন। ওনার আশীর্বাদ নিয়ে গির্জার বাইরে এলাম। একটা বিরাট মাঠ আছে আর তাতে অনেক বসার জায়গা আছে। পুরো মাঠটা বড় বড় গাছ দিয়ে ঘেরা। আর তারই নীচেই বসার জায়গাগুলো রয়েছে। আমরা একটা গাছের তলায় বসে কিছু খেয়ে নিলাম। সামনেই নোংরা ফেলার জায়গা রয়েছে তাই খুব সুবিধেই হ'ল। তারপর চললাম চার্চ অফ সেন্ট ক্যাজিটানে। এই গির্জাটা আগের গুলোর মত না হলেও বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে। এবার এলাম আরকিওলজিক্যাল মিউজিয়ামে। ১০ টাকা এন্ট্রি ফি। এখানে বিভিন্ন পর্তুগীজ রাজপ্রতিনিধিদের প্রতিকৃতির এক ভাল সংগ্রহ রয়েছে। এক জোড়া হিন্দু মন্দিরের ভাস্কর্য ও পর্তুগীজদের বিরুদ্ধে মৃত হিন্দু যোদ্ধাদের সম্মানে কয়েকটা প্রস্তরফলক আছে। ছবি তোলা নিষেধ তাই শুধু দেখেই চলে এলাম। সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম মিউজিয়াম অফ খ্রিষ্টান আর্টে। ৫০ টাকা এন্ট্রি ফি, কিন্তু ছবি তোলা নিষেধ। সত্যি সত্যিই অপূর্ব। এক অসাধারণ সংগ্রহশালা যা ১৬২৭ সালে পুনরুদ্ধার করে কনভেন্ট অফ সেন্ট মনিকা নাম নেয়। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর গোয়া ও অন্যান্য প্রদেশের খ্রিষ্টান কলা ও স্থাপত্যের নিদর্শন, বিভিন্ন জায়গা থেকে এনে এখানে রাখা হয়েছে। রয়েছে সোনালী ও নানা বর্ণের অতীব সুন্দর কাঠের ভাস্কর্য, শোভাযাত্রা বাতি, ইহুদিদের দরজা, নানা বর্ণশোভিত ছবি ও অন্যান্য ধর্মীয় জিনিসপত্র। পাঁচতলা উঁচু ছাদ ও তার বিশাল কড়িকাঠ, সুন্দর টেরাকোটার কাজ ও চতুর্দিকের সুন্দর সুন্দর হাতের কাজ দেখে মুগ্ধ হতে হয়। এবার এলাম চার্চ অফ আওয়ার লেডি অফ রোজারিতে। এটা খুবই সাধারণ মানের, কিন্তু এখান থেকে মান্ডভি নদীর সৌন্দর্য দেখার মত। সামনেই রয়েছে ভিক্টরি আর্চ। গোয়ার তৎকালীন রাজ্যপাল ফ্রান্সিস-ডা-গামার নেতৃত্বে তার দাদু ভাস্কো-ডা-গামার সম্মানে ১৫৯৭-১৬০০ সালে এই তোরণদ্বার তৈরি হয়। মান্ডভি নদীর তীর থেকে এটা পর্তুগীজ রাজপ্রতিনিধিদের ঐতিহ্যময় ও প্রধান প্রবেশদ্বার ছিল। তোরণদ্বার মূলত ল্যাটেরাইট দিয়ে তৈরি কিন্তু বাইরের দিকটা অর্থাৎ মান্ডভি নদীর দিকটা সবুজ রঙের গ্রানাইট পাথরের যার ওপর ভাস্কো-ডা-গামার বংশমর্যাদা খচিত স্বর্ণ হরিণের প্রতীক চিহ্ন সজ্জিত রয়েছে। তোরণদ্বারের মাথায় ভাস্কো-ডা-গামার একটা শিলামূর্তি রয়েছে ও তার পেছন দিকে রয়েছে আরগোনাটের প্রতিকৃতি যার বিবরণ দুটো প্রস্তরফলকে দেওয়া আছে। এই তোরণদ্বার স্পেনের কাছ থেকে ১৬৫৪ সালে ক্রীতদাস প্রথার শৃঙ্খল মোচনের স্মৃতি রক্ষার্থে উপহার হিসাবে পাওয়া ও পরে লেডি অফ আওয়ার ইম্যাকুলেট কনসেপসানের নামে উৎসর্গ করা হয়। ভিক্টরি আর্চের ঠিক বাঁদিকে রয়েছে আদিল সাহ'র রাজপ্রাসাদ। এক সময় এই রাজপ্রাসাদ পর্তুগীজ রাজ্যপাল ও রাজপ্রতিনিধিদের বাসস্থান ছিল কিন্তু পরবর্তীকালে এই প্রাসাদ পরিত্যক্ত হয়, যখন পর্তুগীজ রাজধানী পুরানো গোয়া থেকে পানাজিতে স্থানান্তরিত করা হয়। ১৮২০ সালে রাজপ্রাসাদকে ভেঙে দেওয়া হয় ও প্রাসাদের দামী জিনিসপত্র, পাথর ইত্যাদি পানাজিতে নতুন বাড়ি তৈরি করার জন্যে নিয়ে যাওয়া হয়। গোয়ার স্বাধীনতার পর ভারতের প্রত্নতাত্ত্বিক সংস্থা, ধ্বংসস্তূপ থেকে কিছু কিছু উদ্ধার করলেও এখনও এটা একটা প্রায় ধংসস্তুপই হয়ে রয়েছে। চলে এলাম বাস স্ট্যান্ডে। বাস ধরে চললাম পন্ডা। প্রায় এক ঘণ্টা বাদে যখন পন্ডা পৌঁছলাম তখন ঘড়ির কাঁটা চারটে ছুঁই ছুঁই। পন্ডা গোয়ার একমাত্র হিন্দুদের জায়গা, কারণ এখানে প্রচুর হিন্দু মন্দির আছে। তাই কিছু বিখ্যাত মন্দির দেখতেই এখানে আসা। ৩০০ টাকা দিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে গেলাম গণেশ মন্দিরে। আজ গণেশ মন্দিরে কোনও অনুষ্ঠান আছে তাই খুব ভিড়। বিগ্রহ দর্শন করে চললাম নাগেশ্বর মন্দিরে। পন্ডার সাড়ে তিন কি.মি. পূর্বে বান্দোরা গ্রামের নাগেশ্বর মন্দির ছোট কিন্তু শান্ত পরিবেশের এক মন্দির। মন্দিরের মূল বিগ্রহ নাগ বা সাপ যা শিবের এক অন্য রূপ। মন্দিরের সামনে খোদাই করা শিলালিপির ওপর মারাঠি ভাষায় লেখা দেখে, বিশেষজ্ঞরা অনুমান করেন যে, এই মন্দির ১৪৩৫ সালে তৈরি হয়। মন্দিরের প্রবেশদ্বারে নন্দী বা ষাঁড়ের মূর্তি আছে। মন্দিরের মণ্ডপে সূক্ষ্ম ও সুন্দর কাঠের কাজের একদিকে রয়েছে রামায়ণের কাহিনী ও অন্যদিকে অষ্টদিকপাল ও গন্ধর্বের ছবি। গর্ভগৃহে ঢোকার দরজা রুপোর ও সেখানে শিবমূর্তি রয়েছে, যার ডান দিকে গণেশ ও বাঁ দিকে লক্ষ্মীনারায়ণের মন্দির আছে। মন্দিরের উঠোনের মধ্যে শিবলিঙ্গের সাথে শিবের মুখ আছে যার ফলে এর নাম দেওয়া হয়েছে মুখলিঙ্গ। মন্দিরের সবথেকে চিত্তাকর্ষক ব্যাপার হচ্ছে এখানে তালগাছ ঘেরা একটা পুকুর আছে, যেখানে একটা নির্দিষ্ট কোণ থেকে মন্দিরের ভেতরের বিগ্রহ ও আলোর প্রতিফলন দেখা যায়। এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অসীম, কারণ এই মন্দির কখনও পর্তুগীজ দস্যুদের হাতে পড়েনি। চলে এলাম পন্ডার থেকে চার কিমি দুরে বান্ডোডি গ্রামের মহালক্ষ্মী মন্দিরে। এই মন্দিরকে শক্তি সাধনার পীঠস্থান বলা হয়। ঐতিহাসিকদের মতে, মন্দিরের শিলালিপি থেকে জানা যায় ১৪১৩ সালে এই মন্দিরের অস্তিত্ব ছিল। মন্দিরটা ১৯১৩ সালে পুনর্নির্মাণ করা হয় কিন্তু পুরানো স্থাপত্যের স্মৃতিচিহ্ন অবিকৃত রেখে। মন্দিরে মহালক্ষ্মী ছাড়াও শ্রী রভলনাথ, শ্রী বালেশ্বর, শ্রী নারায়ণ পুরুষ ও দুই ভক্ত সাফটো ও ফাটোর বিগ্রহ রয়েছে। মণ্ডপে ভাগবত শ্রেণীর ২৪টা ছবির মধ্যে ১৮টা এখানে রয়েছে। কাঠের ওপর খোদাই করা বিষ্ণু অত্যন্ত সুন্দর এবং এই কাজ ভারতের অন্য কোথাও দেখা যায় না। মহালক্ষ্মী মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হ'ল দেবীর মাথায় শিবলিঙ্গ রয়েছে ও এটা শান্তির প্রতীক বলে পরিচিত। এরপর গেলাম রামনাথ মন্দিরে। এটাও পন্ডার থেকে কিছুটা দূরে। পুরো গোয়ায় রামনাথ মন্দির তার রুপালী ধনাঢ্য সাজের জন্য বিখ্যাত। গর্ভগৃহে রামনাথের মূর্তি রয়েছে যা শিবের আর এক এক রূপ, ও যিনি লঙ্কার দৈত্যরাজ রাবণের হাত থেকে সীতা উদ্ধারের জন্যে যাবার আগে, বিষ্ণুর অন্য এক রূপ রামের আশীর্বাদ নিচ্ছেন। এই মন্দির শৈব ও বৈষ্ণব উভয় অনুগামীদের জন্যই গুরুত্বপূর্ণ। মন্দিরে লক্ষ্মীনারায়ণ, সান্তাদুর্গা, শ্রী বেতাল ও শ্রী সিদ্ধার্থ এই চারটে ছোট ছোট মন্দির আছে। রামনাথ সহ এই পাঁচটা মন্দির নিয়ে শ্রী রামনাথ পঞ্চায়েতন। এখানে হিন্দু সন্ন্যাসীদের ছবি সহ একটা পাঁচতলা দীপস্তম্ভ আছে। সর্বশেষে এলাম সান্তাদুর্গার মন্দিরে। পন্ডার সাড়ে তিন কি.মি. দক্ষিণপূর্বে কাভলেম গ্রামে মন্দিরের অবস্থান। এটা গোয়ার সবচেয়ে বড় ও অত্যন্ত জনপ্রিয় মন্দির। মন্দিরটা তৈরি হয় ১৭১৩ সালে ও সান্তাদুর্গার নামে উৎসর্গ করা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী - বিষ্ণু ও শিব নিজেদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধে ব্যস্ত ছিলেন। এই সময় ব্রহ্মার নির্দেশে জগদম্বা দেবীর রূপ নিয়ে যুদ্ধং দেহী দেবতাদের শান্ত করেন। সেই থেকে এই দেবীর নাম শান্তাদুর্গা বা শান্তির প্রতীক। প্যাগোডার মত আকৃতির এই অদ্ভুত মন্দির গোয়ায় বিরল, কারণ এই নব্য কলাসংস্কৃতিতে সরাসরি ইউরোপিয়ান ভাস্কর্যের স্বতন্ত্র প্রভাব দেখা যায়। প্রবেশদ্বারের সামনে এক সাত তলা দ্বীপস্তম্ভ আছে। মন্দিরের অন্দরমহলে প্রচুর মার্বেলের কাজ রয়েছে ও সিলিঙে ঝোলানো ঝাড়বাতি মন্দিরের শোভা বর্ধন করছে। রুপোর ওপর কাজ করা এক জোড়া দ্বারপাল পবিত্র গর্ভগৃহের সামনে বসানো আছে, ও অন্তরানুভূতি জাগানো সান্তাদুর্গার মূর্তি রয়েছে বিষ্ণু ও মহাদেবের মাঝখানে। মূল মন্দির দেখে সহায়ক মন্দিরে যাওয়া সাধারণ রীতি, আমরাও তাই করলাম। ফেব্রুয়ারি মাসে মন্দিরে বিশেষ পুজো চলে তাই মেলা বসেছে। একটা বিশেষ পাওনা হ'ল। মেলায় প্রচুর ভিড় আর বহু রকমের জিনিস, দোকানপাট, খাবারদাবার ও দোলনা বসেছে। সময়ের অভাবে মলার মজা উপভোগ করতে পারলাম না। সাড়ে ছটায় ফিরে এলাম পন্ডার বাস স্ট্যান্ডে। বাস ধরে প্রথমে পানাজি ও পরে সেখান থেকে হলিডে হোমে। খুব ক্লান্ত আর তাই খেতে যাওয়া হল না। মুড়ি দিয়েই রাতের ডিনার করা হ'ল। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
", oldgoaenglish : "03-02-2014-After bathing and eating, we went out at around 9:30 in the morning. We got off the bus at the ferry bus stop and walked to the Church of Our Lady of Immaculate Concept. The beautiful white glittering church is the geographical and spiritual center of Panaji, the main place of worship and the main church. It was established in 1541. Panaji was a small village at that time. From here, Portuguese sailors from Lisbon would first send a signal of their successful sea voyage and then sail to Old Goa. It lasted for more than the middle of the twentieth century. On December 6, a special ceremony was held in this church and the church got transformed into its unique beauty. A fair is also held here on this occasion. We snapped the picture of the church and the prayer began. We also participated in it. Here only pictures of God or Jesus Christ can be taken, but no human pictures can be taken. We Couldn’t stay whole prayer period, because we have to go to lot of places. Next to the church is the Jama Masjid. Although inside an alley, the mosque is quite large. But it's closed now. It will open at half past one in the afternoon. We went for a walk to see the famous and huge Mahalakshmi temple in Panaji. Mahalakshmi Temple, Church and Jama Masjid are on the same road. Goa is a beautiful picture of religious harmony and tolerance. But Mahalakshmi temple is the meeting place of all irrespective of caste, creed, religion and gender. The Havangi Brahmins of the Karoror-Kumtha area brought the idol of this temple in the sixteenth century. The idol was initially moved to different places for fear of clashes, but was finally consecrated on July 10, 1818. The construction of the temple was completed in 1819. The original idol of Mahalakshmi is kept in a small box on a wall at the back of the temple, and the present idol is in front of the original idol. That is just a wall gap. The whole thing is pretty neatly arranged. There are no restrictions on taking a camera, but there are a wide range of restrictions on taking pictures. There are idols of not only Lakshmi but many other gods and goddesses. Tultul gave some money in many donation boxes. We walked out of the temple and went to the bus stand. We took a bus to old Goa. The bus started moving along the banks of Mandvi River. The way is Stunningly beautiful. Then we started walking along a jungle avenue. The distance is not much but the travel is pleasant. We enjoyed it very much. We reached old Goa in an hour. As soon as we got off the bus, we went to the famous church Basilica of Bom Jesus in Goa. It is one of the most famous churches in the world for Roman Catholics. St. Francis Xavier, one of the patrons of the Portuguese in Goa, has long lived in the gilded inner courtyard of this huge gray church. In 1541 he declared difference against the wickedness and dictatorship of the Portuguese. He was buried in 1605 in a gold-plated glass coffin. We went inside and took pictures. Every work is Wonderful. Just opposite to Bom Jesus is the C Cathedral Church. This church is the largest church in Goa and Asia and its full name is C D St. Catherine. Its construction began in 1562 by order of the Portuguese King Dom Sebastio, and was completed about 90 years later. Although it looks fairly simple, it has three special features. The first is the largest bell tower in Asia and the largest gold bell. The second is the huge curtained prayer room called the Chapel of the Cross of Miracles. In 1619 a local priest miraculously erected a huge cross here. The third is a huge golden-colored canvas on the back of the altar, which details the life of St. Catherine. This church is also dedicated to St. Catherine. He was beheaded in the Egyptian province of Alexandria for preaching. We sat in the shade for a while under the statue of Jesus Christ in the hot sun. He comforted us like His own children. We came out of the church with His blessing. There is a large field and a lot of seating area. The whole field is surrounded by big trees. And there are seats under it. We sat under a tree and ate something. There is a garbage dump in front of it so it is very convenient for us. Then we went to the Church of St. Cajitan. This church is not like the previous ones but it has been built with a huge space. This time we came to the Archaeological Museum. Entry fee is only 10 rupees. Here is a good collection of portraits of various Portuguese monarchs. There are sculptures of a pair of Hindu temples and a few plaques in honor of the dead Hindu warriors against the Portuguese. Here it is forbidden to take pictures, so we just see and left. From there we walked to the Museum of Christian Art. Entry fee is 50 rupees, but taking pictures is prohibited. Really an awesome Museum. Here is an extraordinary collection which was restored in 1627 and renamed the Convent of St. Monica. Patterns of Christian art and architecture from the sixteenth and seventeenth centuries in Goa and other provinces have been brought here from various places. There are beautiful wooden sculptures of gold and various colors, procession lamps, Jewish doors, colorful pictures and other religious objects. You have to be fascinated by the five-story high roof and its huge beams, the beautiful terracotta work and the beautiful handicrafts all around. We came to the Church of Our Lady of Rosary. It is of very ordinary type, but it is worth to see the beauty of Mandvi River from here. Victory Arch is in front. The archway was built in 1597-1600 in honor of his grandfather Vasco-da-Gama, led by the then Governor of Goa, Francis-da-Gama. From the banks of the Mandvi River it was the traditional and main entrance to the Portuguese monarchy. The archway is originally made of laterite, but the outer side, the Mandvi River, is made of green granite, with a golden deer emblem of the Vasco-da-Gama. At the top of the archway is a stone statue of Vasco-da-Gama, and behind it is a portrait of Argonaut, described in two stone tablets. The arch was received as a gift from Spain in 1654 to commemorate the emancipation of slavery and was later dedicated to the Lady of Our Immaculate Conception. Adil Shah's palace is just to the left of Victory Arch. At one time the palace was the residence of Portuguese governors and deputies but was later abandoned, when the Portuguese capital was moved from Old Goa to Panaji. The palace was demolished in 1820 and the palace's valuables, stones, etc. were taken away to build new houses in Panaji. After the independence of Goa, the Archaeological Survey of India recovered some of the ruins, but it is still almost a ruin. We went to the bus stand. We took Bus for Panda. About an hour later, when we reached Panda, the clock struck four. Panda is Goa’s only Hindu place because there are many Hindu temples here. So we come here to see some famous temples. We rented a taxi for 300 rupees and went to Ganesha temple. There is some ceremony at Ganesha temple today so it was very crowded. We visited the idol and went to Nageshwar temple. It is three and a half km from Panda. Formerly the Nageshwar temple in Bandora village is a small but peaceful temple. The main idol of the temple is a snake which is another form of Shiva. Looking at the inscription in Marathi on the carved stone in front of the temple, experts estimate that the temple was built in 1435. There is a statue of Nandi or bull at the entrance of the temple. In the mandapa of the temple, there is a story of Ramayana on one side and pictures of Ashtadikpala and Gandharva on the other side. The entrance to the sanctum sanctorum is made of silver and there is an idol of Shiva, with Ganesha on the right and Lakshminarayan on the left. In the courtyard of the temple, there is a face of Shiva with Shivling, hence the name Mukhling. The most interesting thing about the temple is that there is a pond surrounded by palm trees, where the idols inside the temple and the reflection of light can be seen from a certain angle. Its archaeological significance is infinite, as the temple never fell into the hands of Portuguese robbers. We went to the Mahalakshmi temple in Bandodi village, four km away from Ponda. This temple is called the seat of power. According to historians, the temple inscriptions show that the temple existed in 1413. The temple was rebuilt in 1913 but the old architectural monuments remain intact. Apart from Mahalakshmi, the temple also has idols of Shri Ravalnath, Shri Baleshwar, Shri Narayan Purush and two devotees Safto and Fato. There are 16 out of 24 pictures of Bhagavat class in the mandapa. Carved Vishnu on wood is very beautiful and this work is not seen anywhere else in India. The biggest feature of the Mahalakshmi temple is that the goddess has a Shivling on her head and it is known as a symbol of peace. Then we went to Ramnath temple. It is also far from Ponda. The Ramnath temple is famous all over Goa for its rich silver ornaments. In the sanctum sanctorum there is an idol of Ramnath which is another form of Shiva, and who is taking the blessing of Rama, another form of Vishnu, before going to rescue Sita from the hands of Ravana, the giant king of Lanka. This temple is important for both Shaiva and Vaishnava followers. There are four small temples in the temple, Laxminarayan, Santadurga, Sri Betal and Sri Siddhartha. Shri Ramnath Panchayat is formed with these five temples including Ramnath. There is a five-storey lighthouse with pictures of Hindu monks. Finally we came to Santadurga temple. It is three and a half km from Panda. The location of the temple is in the village of Kavlem to the southeast. It is the largest and most popular temple in Goa. The temple was built in 1713 and was dedicated to Santadurgar. According to mythology, Vishnu and Shiva were engaged in a fierce battle. At this time, under the direction of Brahma, Jagdamba calmed the gods in the form of a goddess. Since then the name of this goddess is Shantadurga or the symbol of peace. This strange pagoda-shaped temple is rare in Goa, as the unique influence of European sculpture can be seen directly in this neo-art culture. There is a seven-story lamplighter in front of the entrance. There is a lot of marble work in the inner courtyard of the temple and chandeliers hanging from the ceiling are enhancing the beauty of the temple. There is a pair of silver gatekeepers in front of the sanctum sanctorum, and there is a closely placed statue of Santadurga between Vishnu and Mahadev. It is a common practice to go to the subsidiary temple after seeing the main temple, we did the same. A special Puja was held at the temple in the month of February so the fair. We got a special reward. The fair is crowded and has a variety of things, shops, food and swings. I could not enjoy the fun of the fair due to lack of time. I came back to Ponda bus stand at half past six. We took a bus first to Panaji and then to Holiday Home. We were Very tired and so did not go to eat. With few snacks we made our dinner. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
", photooldgoa : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", northgoabengali : "০৪-০২-২০১৪-সকাল ন-টা নাগাদ বেরিয়ে পড়লাম। বাস ধরে চললাম কাদম্বিনী বাস স্ট্যান্ডে। সেখান থেকে একটা সরকারী বাস ধরে চলে গেলাম বারবেজ তহশিলের প্রাণকেন্দ্র মাপুসা, বা গোয়ার লোকদের ভাষায় মাপসাতে। মাপুসা উত্তর গোয়ার বৃহত্তম শহর ও এখানকার সর্ববৃহৎ পরিবহন কেন্দ্র। প্রতি শুক্রবার এখানে বাজার বসে, ও আশেপাশের মানুষজন শুধুমাত্র বাজারের জন্য নয়, নিজেদের মধ্যে দেখা সাক্ষাতের জন্যেও আসেন। মাপুসা থেকে উত্তর গোয়ার সমস্ত জায়গার যানবাহন পাওয়া যায়। একটা ট্যাক্সি ধরে চললাম ভ্যাগিয়েটর বীচে। পর্যটকরা সবথেকে বেশী ছবি তোলেন এই সমুদ্রতটের। এই বীচের অর্ধ-উত্তরাংশ, সমুদ্র দিয়ে ঘেরা অন্তরীপ থেকে, একটা অর্ধচন্দ্রাকার আকার নিয়ে চলে গেছে একটা ছোট্ট পাহাড় অব্দি, যার মাথার মুকুট হচ্ছে চাপোরা দুর্গ। প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি - তাল ও নারকোল গাছের ঘেরাটোপে, এই অন্তরীপ ও পাহাড়ের মাঝে, রুপালী সমুদ্রতটে আছরে পড়ছে দুগ্ধ-ফেনায়িত সাগরের ঢেউ। জলবিধৌত অন্তরীপে, মাঝে মাঝে রয়েছে টিলা, যা অন্তত মধুচন্দ্রিমা করতে আসা নব্য বিবাহিতদের বেশ খানিকটা গোপনীয়তা রক্ষা করে। দক্ষিণদিকে আরও অনেক টিলা ও বিক্ষিপ্ত বালুকারাশির মধ্যে সাগরের ঢেউয়ের জলোচ্ছ্বাস দারুণ লাগে। গোয়ার তটরেখার মধ্যে অতীব আকর্ষণীয় ও চিত্তাকর্ষক খেতাবের প্রথম শ্রেণীতেই পড়বে ভ্যগিয়েটর সমুদ্রতট। শান্ত-নির্জন পরিবেশ ও অন্যান্য বীচের তুলনায় দোকান ও খুপরির সংখ্যা নিতান্তই কম। এই অন্তরীপ থেকে তাল-নারকোল বীথি ও সবুজ জঙ্গল ঘেরা সামনের গ্রামের দৃশ্য নেশা লাগিয়ে দেয়। কিছু লোকজন এখানে স্নান করছে। দু-একটা শসা আর ডাবের জল খেয়ে চলে এলাম অঞ্জনা বীচে। গোয়ার সবথেকে চিত্তাকর্ষক অংশটা পড়ছে অঞ্জনা থেকে বাগা বীচ পর্যন্ত। বীচটা অর্ধগোলাকার। এখানকার বীচ রিসর্টটা অতীব সুন্দর ও জনপ্রিয়। সমুদ্রের ছোট ছোট ঢেউ খুব ছোট ছোট পাথরের নুড়ির বীচে এসে পড়ছে আর চতুর্দিকের তাল নারকোল গাছের সারি মনে রাখার মত এক দৃশ্য। অঞ্জনার অপর আকর্ষণ হচ্ছে ১৯২০ সালে তৈরি আ্যালবাকুরি ম্যানসন। পাশেই রয়েছে অষ্টভুজি টাওয়ার, যার ছাতটা তৈরি হয়েছে সুদৃশ্য ও আকর্ষণীয় ম্যাঙ্গালোর টালি দিয়ে। অঞ্জনার ফ্লি-মার্কেট বা পুরানো জিনিসের মার্কেট আর এক দেখার জিনিস। এটা টুরিস্ট সিজনে বুধবার বিকেলে বসে। ইউরোপীয় পর্যটকরা এই বাজার তৈরি করেছিল, যাদের পরিচিত নাম হিপি। কিছু ছবি নেওয়া হ'ল। টুলটুল কিছু পাথর কুড়িয়ে রাখল। এরপর চলে এলাম বাগা বীচে। বিশাল বীচ কিন্তু কোথাও কোন বাঁকবুক নেই। সোজা রাস্তার মত। অজস্র লোক স্নান করছে। বীচের ওপর সার সার হোটেল, রেস্তোরা আর শুয়ে শুয়ে সান বাথ নেবার বেড, পুরো বীচটাকে খেয়ে ফেলেছে। এমন অবস্থা যে ফটো তুলতে গেলেই অর্ধনগ্ন নর-নারীর দেহ চলে আসে। এখানে সমুদ্রের ঢেউ বেশ আছে। বাগা বীচ, টুরিস্ট হট-স্পট বলে পরিচিত হলেও, শুধুমাত্র বাগা নদীর সাথে সমুদ্রের সঙ্গমস্থল ছাড়া, ওই বীচ আমার মোটেও ভাল লাগেনি। বাগার বালিতে বেশ কিছু খনিজদ্রব্য আছে যা শরীরের পক্ষে ভাল তাই অনেকে বালি মেখে বসে আছে। বাগার ফ্লি-মার্কেট বসে, শনিবার বিকেল ৪টে থেকে রাত ১১টা অব্দি। কিছুক্ষণ বীচে থেকে, বীচ ধরে হাটতে শুরু করলাম দক্ষিণ দিকে। মিনিট তিরিশ হাঁটার পর পৌঁছে গেলাস কালাঙ্গুট বীচে। কালাঙ্গুটকে বীচের রাণী বলা হতো। ১৯৭০ সালের প্রথমার্ধ অব্দি এটা ছিল একটা জেলেদের গ্রাম ও শ্রেয়োবাদী বা হেডোনিষ্ট হিপিদের এক নিরাপদ আশ্রয়। বর্তমানে এটা একটা অত্যন্ত ব্যস্ত ও ব্যবসায়িক বীচ। পুরানো দিনের মতই এই বীচে হেডোনিক সম্ভারের পসরা বসিয়ে রেখেছে। এটার অবস্থাও বাগার মতই। প্রায় একই রকমের বীচ। চতুর্দিকে অর্ধনগ্ন নর-নারীর মেলা। যেন প্রস্তর যুগে ফিরে এসেছি। অসভ্যতার সীমা-পরিসীমা নেই। বিদেশীদের সঙ্গে সঙ্গে আমাদের দেশের লোকজনও এই অসভ্যতায় যোগ দিয়েছে। আমি ভাবতে বসেছি এর কারণ। হয় এই মানুষগুলো নিজেদের মানুষ মনে করে না, অথবা আমাদের মানুষ মনে করে না। কারণ কুকুর আমাদের সামনে নগ্ন হয়ে ঘুরতে যেমন দ্বিধা বোধ করে না, কুকুরের সামনে নগ্ন হয়ে চলতে মানুষও দ্বিধাবোধ করে না। শুধু ভাল লাগল বাচ্চা ছেলে মেয়েদের স্নান করার আনন্দ দেখে। গাড়ী বাগা বীচে ছেড়ে দিয়েছি, তাই কালাঙ্গুট থেকে একটা গাড়ী নিয়ে চললাম ক্যান্ডোলিম বীচে। ক্যান্ডোলিম বীচও বাগা কালাঙ্গুটের মতই, কিন্তু দোকানপাট কিছুটা কম। ভিড়ও কিছুটা কম। এখানে প্যারাসিলিং ও ওয়াটার স্কেটিং করার ভাল ব্যবস্থা আছে। আইসক্রিম খেয়ে চললাম আ্যাগোডা ফোর্ট দেখতে। সমতল থেকে খাড়া উঠে যাওয়া আ্যাগোডা ফোর্ট মান্ডভি নদীর উত্তর অংশে অবস্থিত। ডাচ ও মারাঠিদের থকে রক্ষা পাবার জন্যে, ১৬০৯ থেকে ১৬১২ সালের মধ্যে ইটালিয়ান স্থপতি ছারা নির্মিত এই ফোর্ট, খুব বড় আর সবচেয়ে সুরক্ষিত। পাহাড়ের দিকে অনেক জায়গায় প্রাকৃতিক ভাবে তৈরি ঝর্ণা আছে তাই এর নাম অ্যাগোডা। পর্তুগীজ ভাষার আ্যাগোডা মানে জল। পানীয় জলের অভাব হেতু এই জায়গা থেকে পর্তুগালগামী জাহাজে পানীয় জল নেওয়া হত। বর্তমানে এটা সেন্ট্রাল জেল হিসেবে ব্যবহার করা হয়। শুধুমাত্র পাঁচিল দিয়ে ঘেরা ওপরের অংশই পর্যটকদের দেখতে দেওয়া হয়। এখানে ১৮৬৪ সালে নির্মিত, বিশালাকার ঘণ্টা সমেত একটা পাঁচতলা লাইটহাউস আছে, যা এশিয়ায় প্রথম তৈরি হয়। সমুদ্রের জাহাজ যখন কম দৃষ্টিগোচর হয় তখন এই ঘণ্টা বাজিয়ে সবাইকে সতর্ক করা হতো। লাইটহাউসের ওপর ওঠা বর্তমানে নিষিদ্ধ। লাইটহাউসের সামনেই পূর্বদিকে রয়েছে সেন্ট লরেন্স চার্চ। তৈরি হয়েছে ১৬৩০ থেকে ১৬৪৩ সালের মধ্যে। চার্চ থেকে চতুর্দিকের দৃশ্য অত্যন্ত মনোরম। চলে এলাম সিঙ্কুয়ারিম বীচে। হ্যাঁ, একটা বীচের মত বীচ বটে। উত্তর গোয়ার আ্যাগোডা ফোটের পর থেকে যে বীচগুলো দেখা যায়, তার মধ্যে সিঙ্কুয়ারিম হচ্ছে সবথেকে দৃষ্টিনন্দন। বীচের শান্তি নষ্ট না করে উচ্চবিত্তদের জন্যে অনেক হোটেল রয়েছে, যার মধ্যে তাজ গ্রুপ অন্যতম। এক অর্ধগোলাকার সোনালী বালির বীচ। তার চতুর্দিকটা সবুজ নারকোল গাছ দিয়ে ঘেরা আর টলটল করছে সমুদ্রের নীল জল। এখনও অব্দি যত বীচ দেখেছি তার মধ্যে এটাই সবথেকে সুন্দর। চললাম রেজ ম্যাগোস ফোর্ট দেখতে। ১৫৫১ সালে পর্তুগীজদের ছারা তৈরি, মান্ডভি নদীর অপ্রসস্থতম জায়গায় এই ফোর্টের অবস্থান, ও নৌসেনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মারাঠিদের হাত থেকে বাঁচার জন্য ১৭০৩ সালে এটা পুনর্নির্মাণ করা হয়। ১৭৩৯ সালে মারাঠিরা পুরো এলাকাটা দখল করলেও, রেজ ম্যাগোস ও আ্যাগোডা দখল করতে পারেনি। ফরাসিদের সম্ভাব্য আক্রমণের খবর পেয়ে ব্রিটিশরা কিছুদিনের জন্যে এই দুটো ফোর্ট নিজেদের দখলে রেখেছিল। ১৮১৩ সালে এটা পরিত্যক্ত করে দিয়েছিল। পরে, ১৯৯৫ সাল অব্দি রেজ ম্যাগোস জেল হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে এটা একটা হোটেল। এটা খুব ছোট ফোর্ট হলেও এন্ট্রি-ফি ৫০ টাকা। সামনে একটা গির্জা আছে। তবে অনেকটা উঁচু বলে ফোর্টে গাড়ী করে নিয়ে গেল। ফোর্ট দেখে গাড়ী করে চলে এলাম, বার্জে করে নদী পার হবার জায়গায়। নদী পার হয়ে বাস স্ট্যান্ডে গিয়ে চললাম ডোনা পাওলা বীচ দেখতে। এই বীচ গোয়ার দুই বিখ্যাত নদী মান্ডভি ও জুরাইয়ের মোহনায় এক অত্যন্ত সুন্দর জায়গায় অবস্থিত। এর নামকরণ হয়েছে ডোনা পাওলা ডি মেনিজেসের নাম থেকে, যার স্মৃতিসৌধ দেখা যায় কাবো ফোর্টে। বর্তমানে এটা গোয়ার রাজভবন। এখান থেকে জুরাই ও মান্ডভি নদীর সাথে সাথে, আরব সাগরের নীল জলের ওপর অবস্থিত মর্মুগাঁও বন্দরের সৌন্দর্যও উপভোগ করা যায়। আগে এখান থেকে জলপথে মর্মুগাঁও যাওয়া যেত, কিন্তু লোক না হওয়ার কারণে বর্তমানে তা বন্ধ আছে। জেটির সামনে, বারনেস ইয়ারসা ভন লেস্টনার দ্বারা নির্মিত, একটা পাথরের টিলা আছে, যাতে খুব সুন্দর খোদাই করা কাজ রয়েছে। ভাস্কর্যের মধ্যে রয়েছে পূর্বমুখী এক নারী ও পশ্চিমমুখী এক পুরুষ। যার অর্থ পুরুষ দেখছে পূর্ব ইতিহাস ও নারী দেখছে জাতির ভবিষ্যৎ। ডোনা পাওলা নিয়ে কিছু গল্পও প্রচলিত আছে। কেউ বলেন রাজপ্রতিনিধির মেয়ে ডোনা পাওলার সাথে, এক জেলের বিয়ে দিতে চান তার বাবা গ্যাসপার ডায়াস। ডোনা রাজি না হওয়ায় তাকে খাড়া পাথরের ওপর থেকে ফেলে দেন। অন্যরা বলেন ডোনা কোনও রাজপ্রতিনিধির স্ত্রী ছিলেন। আবার কোন মত অনুযায়ী ডোনা কোন এক খ্যাতিমান লোকের একজন অত্যন্ত কর্তব্যনিষ্ঠ স্ত্রী ছিলেন। গল্প যাই হোক, ডোনা পাওলার নামে এই জায়গা লাভারস প্যারাডাইস হিসেবে পরিচিত ও ওই ভাস্কর্যকে ইমেজ অফ ইন্ডিয়া বলা হয়। বাসে করে ফিরে এলাম হলিডে হোমে। রাত্রে ছবি তুলতে বেরলাম। নদীর মধ্যে আলোকিত করা জাহাজের ছবি তুলে শেয বাসে করে হলিডে হোম। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
", northgoaenglish : "04-02-2014-We went out at 9 o'clock in the morning. We took the bus to Kadambini bus stand. From there we took a government bus to Mapusa, the heart of Barbez tehsil, or Mapsa in the language of the local people of Goa. Mapusa is the largest city in North Goa and the largest transport hub here. Every Friday there is a market assembly here, and the people in the vicinity come not only for the market, but also to meet among themselves. Vehicles are available from Mapusa to all parts of North Goa. We took a taxi to Vagiator Beach. Tourists take the most pictures of this beach. Half-north of the beach, from a sea-bound peninsula, is a crescent-shaped hill, with the Chapora fort at its head. An extraordinary creation of nature, surrounded by palm and coconut trees, between these caves and mountains, the waves of the milky-foamy sea are crashing on the silver beach. On the underwater cape, there are occasional mounds, which at least protect quite a bit of the privacy of newly marrieds who come to honeymoon. To the south, there are many more hills and scattered sands. Vagiator Beach will be in the first category of the most interesting and impressive title in the coast of Goa. The number of shops and huts is very low compared to the secluded environment and other beaches. From this peninsula, the view of the village in front, surrounded by palm-coconut canopy and green forest, is intoxicating. Some people are bathing here. After drinking a couple of cucumbers and coconut water, we went to Anjana Beach. The most fascinating part of Goa exists from Anjana to Baga Beach. The beach is semicircular. The beach resort here is very beautiful and popular. The small waves of the sea are falling on the pebbles of very small rocks and the surrounding scene of the rows of palm and coconut trees make a sight to behold in memory. Another attraction of Anjana is the Albacuri Mansion built in 1920. Next to it is the octagonal tower, the roof of which is made of lovely and attractive Mangalore tiles. Anjana's flea-market or old-fashioned market is another thing to see. It starts on Wednesday afternoons during the tourist season. The market was created by European tourists, known as hippies. Some pictures were taken. Tultul picked up some stones. Then we went to Baga beach. Huge straight beach and without any turn. Like a straight road. Countless people are bathing. There are hotels, restaurants and sunbathing beds on the beach have grasped up almost the entire beach. The condition is such that the bodies of half-naked men and women are coming to the photo as soon as the camera clicks. There are a lot of sea waves here. Although Baga Beach is known as a tourist hot-spot, except for the confluence of the sea with the Baga River, I did not like that beach at all. There are several minerals in Baga sand which are good for the health so many people are sitting in the sand. Bage Flea-Market starts on, Saturday from 4pm to 11pm. After a while from the Baga beach, we started walking south along the beach. After a 30-minute walk we reached Calangute Beach. Calangute was called the queen of the beach. Until the first half of the 1970s, it was a fishing village and a safe haven for hedonistic hippies. Currently it is a very busy and business beach. As in the old days, the beach is stocked with hedonic items. Its condition is similar to that of Baga. Almost the same beach. A fair number of half-naked men and women all around. As if we back in the Stone Age. There is no limit to discourtesy. Foreigners as well as the people of our country have joined this foulness. I sat down to think about the reason. Either these people don't think of themselves as humans, or they don't think of us as human. Because dogs do not hesitate to walk around naked in front of us, humans do not hesitate to walk naked in front of dogs. Just it was nice to see the joy of bathing baby boys and girls. I left the car at Baga Beach, so I took a car from Calangute to Candolim Beach. Candolim Beach is similar to Baga and Calangute, but the shops are a bit less. The crowd is a bit less. There are good facilities for parasailing and water skating. We ate ice cream and went to see Agoda Fort. Agoda Fort, which rises steeply from the plains, is located on the northern side of the Mandvi River. Built between 1609 and 1612 by an Italian architect to protect it from Dutch and Marathi, the fort is the largest and most secure. There are natural springs in many places on the side of the hill hence its name Agoda. Agoda in Portuguese means water. Due to the lack of drinking water, drinking water was taken from this place on ships bound for Portugal. It is currently used as a central prison. Only the upper part of the wall is allowed for tourists to see. Built in 1864, it has a five-story lighthouse with a giant bell, the first of its kind in Asia. This bell was rung to warn everyone when ships at sea were less visible. Climbing over the lighthouse is currently prohibited. St. Lawrence Church is to the east in front of the lighthouse. It was made between 1630 and 1643. The view from the church is very attractive. We went to Sinquarium Beach. Yes, it is a beautiful beach. Sinquarium is one of the most beautiful beaches in North Goa among the beaches seen after Agoda Fort. There are many hotels for the affluent without disturbing the peace of the beach, one of which is the Taj Group. It’s a semicircular golden sand beach. It is surrounded by green coconut trees and the blue water of the sea is glistening. It is still the most beautiful beach; I have ever seen. We went to see Rez Magos Fort. Built by the Portuguese in 1551, the fort is located on the far side of the Mandvi River, and is very important to the navy. It was rebuilt in 1703 to save from the Marathi warier. Although the Marathas occupied the whole area in 1739, Rez Magos and Agoda could not be captured. The two forts were briefly occupied by the British upon hearing of a possible French attack. It was abandoned in 1813. Later, until 1995, Rez Magos was used as a prison. Currently it is a hotel. Although it is a very small fort, but the entry fee is 50 rupees. There is a church in front. However, our car driver took the car to the fort as it was too high to walk. After seeing the fort, we drove to the place where we crossed the river by barge. We crossed the river and went to the bus stand to see Donna Paula Beach. This beach is located in a very beautiful place at the confluence of two famous rivers of Goa, Mandvi and Jurai. It is named after Donna Paula de Menezes, whose monument can be seen at Cabo Fort. At present it is the Govt palace of Goa. From here, along with the Jurai and Mandvi rivers, the beauty of the port of Mormugaon on the blue waters of the Arabian Sea can be enjoyed. Earlier it was possible to reach Mormugaon by water from here, but now it is closed due to lack of passenger. In front of the jetty, built by Barnes Yarsa von Lestner, is a stone mound with very beautiful carvings. The sculptures include a woman facing east and a man facing west, which means men are looking at the past history and women are looking at the future of the nation. There are also some stories about Donna Paola. Some say his father, Gaspar Dias, wants to get married, prince's daughter Donna Paula, with a fisherman. Donna refuses and she was thrown off the cliff. Others say Donna was the wife of a diplomat. According to some people, Donna was a very conscientious wife of a famous man. Whatever the story, this place called Donna Paula is known as Lovers Paradise and that sculpture is called Image of India. We took the bus back to the holiday home. We went out to take pictures at night. We Took a picture of the illuminated ship in the river and back to the holiday home. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
", photonorthgoa : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", dudhsagarfallsbengali : "০৫-০২-২০১৪-আজ দুধসাগর ফলস দেখতে যাব। গোয়া ট্যুরিজম থেকে ইন্টারনেটের মাধ্যমে দুটো টিকিট কেটে রেখেছি। বাস ছাড়বে পানাজি রেসিডেন্সি থেকে ঠিক সকাল সাড়ে-ন টায়। একটা টেক অফ ভ্যান এসে আমাদের সবাইকে নিয়ে একটা জায়গায় গিয়ে থেমে গেল। বেলা ১০টা নাগাদ একজন গাইড এল একটা বড় বাস নিয়ে। সবাইকে ৫০০ মি.লি. করে জল দিয়ে গেল। কিছুক্ষণ বাদে বাস চলতে শুরু করল। কাদম্বিনী বাস স্ট্যান্ডে এসে আরও কিছু লোকজন তুলে নিলো। বাস প্রায় ভর্তি হয়ে গেল। বাস চলতে শুরু করল। ঘন্টাখানেক বাদে ওল্ড গোয়া পৌঁছল। কন্ডাক্টর বাস থেকে নেমে ভেজ প্যাটিস কিনে নিয়ে এল আর সবাইকে দিল। বাস আবার চলতে শুরু করল। বেলা প্রায় ১২ টা নাগাদ পৌঁছল সালেম বলে একটা জায়গায়। পানাজি থেকে ট্রেনে করেও সালেম যাওয়া যায় কিন্তু জিপ স্ট্যান্ডে আসতে আবার কিছু একটা গাড়ী ভাড়া করতে হবে৷ তবে সেই ভ্রমণের মাত্রা এক অন্য পর্যায়ের। একটা জিপে করে চললাম দুধসাগর ফলস দেখতে। রাস্তা উঁচুনিচু ও এবড়ো-খেবড়ো। জিপ ৯ কিমি দুরে গিয়ে থেমে গেল। তারপর হেঁটে ১ কিমি গিয়ে যা দেখলাম তা সত্যিই অসাধারণ। কর্ণাটকের সঙ্গে গোয়ার পূর্ব সীমান্তে ও মোলেমের দক্ষিণ-পূর্বে ৬০০ মিটার উঁচু ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত। মান্ডভি নদীর এক সহায়ক নদী প্রায় ৬০০ মিটার ওপর থেকে আছরে পড়ে এক ফেনায়িত জলোচ্ছ্বাসে তিনটে ঝর্ণার আকারে এক জলপ্রপাত সৃষ্টি করেছে, ও প্রায় উলম্ব প্রস্তরগাত্রের থেকে নেমে নীচের গাড় সবুজ রঙের এক জলাধারে বিলীন হয়ে যাচ্ছে। চতুর্দিকের সবুজ জঙ্গলের ঘেরাটোপে এই জলাধার লুকিয়ে আছে। দুধসাগর এক কঙ্কণী শব্দ যার অর্থ-দুধের সাগর। নামকরণের কারণ-এই জলপ্রপাত এক দুধের রঙের কুয়াশা সৃষ্টি করে ও সেই দৃশ্য এককথায় অসাধারণ। এই জলাধার স্নান করা বিশেষত সাঁতার কাটা অত্যন্ত বিপদজনক, কারণ এটা খুব গভীর ও প্রবল চোরাস্রোত রয়েছে। তাই সরকার থেকে সাঁতারের পোশাক বাধ্যতামূলক করে দিয়েছে। অনেক লোক ওই লেকে স্নান করছে। আমরাও নামলাম। সাঁতার কাটলাম খুব মজা করে। ১ ঘণ্টা স্নান করার পর ফিরে এলাম জিপের কাছে আর সেখান থেকে একই পথে সালেমের জিপ স্ট্যান্ডে। চললাম স্পাইস প্ল্যানটেসান দেখতে। বুফে সিস্টেমে খাওয়া দাওয়া মাত্র ২০০ টাকা জনপ্রতি। খুব ভাল খেলাম। ফিরে এলাম পানাজিতে বিকেল ছ-টায়। হলিডে হোমে একটু ফ্রেস হয়ে চললাম নাইট ফটোগ্রাফি করতে। গির্জার ছবি তুলে শের-ই-পাঞ্জাবে খেয়ে হলিডে হোমে ফিরলাম রাত তখন দশটা। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
", dudhsagarfallsenglish : "05-02-2014-Today we will go to see Dudhsagar Falls. I have booked two tickets from Goa Tourism through internet. The bus would leave Panaji Residency at 9.30 AM. A takeoff van came and took us all to a place and stopped. At 10 o'clock a guide came with a big bus. Everyone is given 500 ML water. After a while the bus started moving. Reaching Kadambini bus stand the bus picked up some more people. The bus was almost full. The bus started moving. After an hour later we reached Old Goa. The conductor got off the bus, bought veg patties and gave to everybody. The bus started moving again. The bus arrived at a place called Salem at around 12 noon. One can also take a train from Panaji to Salem, but you have to rent a car to get to the jeep stand. And the dignity of that journey is quite different. We went in a jeep to see Dudhsagar Falls. The road is bumpy. The jeep went 9 km away and stopped. Then we walked 1 km and what we saw was really amazing. It is the second highest waterfall in India at 600 meters exists on the eastern border of Goa with Karnataka and southeast of Molem. This is a tributary of the Mandvi River which cascades down about 600 meters, creating a waterfall in the form of three fountains in a foamy tidal wave, descending from a vertical rocky outcrop and sinking into a deep green reservoir below. This reservoir is hidden in the surrounding of green forest. Dudhsagar is a Kankani word which means sea of milk. The reason for the naming is that this waterfall creates a milky color fog and that scene is amazing. Bathing in this reservoir is especially dangerous for swimming, as it has very deep and strong currents. So, the government has made swimming clothes compulsory. Many people are bathing in that lake. We got off too. We had a lot of fun in swimming. After bathing for one hour, we came back to the jeep and from there on the same way to the jeep stand of Salem. We then went to see Spice Plantation. The food in the buffet system is only 200 rupees per person. We ate very well and came back to Panaji at 6 pm. We went to the holiday home, get clean and out for night photography. We took pictures of the church and ate at Sher-e-Punjab and returned to the holiday home at ten o'clock at night. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
", photodudhsagarfalls : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", northernmostgoabengali : "০৬-০২-২০১৪-আজ আমাদের প্রোগ্রাম গোয়ার একদম উত্তরতম দিকের বিভিন্ন জায়গায়, অর্থাৎ প্রায় মহারাষ্ট্রের সীমানায়। প্রথমে যাব আরাম্বুল। সকালবেলা রেডি হয়ে চললাম বাস স্ট্যান্ডে। প্রথমে মাপুসার বাস ধরে পৌঁছলাম মাপুসা। সেখান থেকে আরাম্বুলের বাস ধরলাম। বসতে পেরেছিলাম এটা ঠিক কিন্তু বাসে খুব ভিড় ছিল। এই রুটে বাস কম তাই এত ভিড়। বাস আরাম্বুল পৌঁছল প্রায় বেলা ১২ টায়। একটা ট্যাক্সি ধরে চললাম মান্দ্রেম বীচে। দারুণ সুন্দর বীচ। বিদেশীদের বাঁদরামো এখানেও আছে কিন্তু তবু বলি দারুণ বীচ। বিরাট চওড়া আর এখানে বেশ ঢেউ আছে। কিছুক্ষণ থেকে ছবি তুলে চললাম আরাম্বুল বীচে। এই বীচটা পাথুরে ও বালুকাময় দুটোই। এখানে একটা পরিষ্কার গরম জলের কুণ্ড বা লেক আছে যা প্রায় সমুদ্রতট অব্দি বিস্তৃত। লেকের চতুর্দিক গন্ধকপূর্ণ কাদায় ভর্তি। মাটির ঔষধি গুনের জন্যে অনেক লোক এখানে গায়ে কাদা মেখে বসে থাকে। আরাম্বুল, গোয়ার সাবেকি গ্রামের এক আদর্শ চিত্র। চতুর্দিকে তাল নারকোল গাছের সারি, মাছ ধরার নৌকা, একটা চার্চ ও রাওয়ালনাথের মন্দির রয়েছে। এই বীচ নিঃসঙ্গ বলে অনেক পর্যটকই এখানে আসেন না। শান্তি ও নির্জনতাই এই বীচের অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু তা সত্যেও এখানে থাকার সাধারণ সুযোগ সুবিধা পাওয়া যায়। এখান থেকে চললাম টেরাকোল বীচ ও ফোর্ট দেখতে। কুইপেন বলে একটা জায়গায় পৌঁছে টেরাকোল নামেই একটা নদী পার হতে হয়। দারুণ সুন্দর নদীটা দেখতে। গাড়ি সমেত একটা বার্জে করে পার হয়ে গেলাম। এবার চললাম ফোটের দিকে। চতুর্দিকের দৃশ্যাবলী অত্যন্ত সুন্দর। পৌঁছে গেলাম টেরাকোল ফোর্টে। গোয়ার উত্তরতম প্রান্তে এই ফোর্ট অবস্থিত। শান্তবাদী রাজারা এই ফোর্ট তৈরি করেছিলেন সপ্তদশ শতাব্দীতে। ১৬৬৪ সালে পর্তুগীজরা এই ফোটের দখল নেয় ও ১৭৬৪ সালে পুনর্নির্মাণ করে। ফোটের উঠোনের মধ্যে রয়েছে শতাব্দী-প্রাচীন সেন্ট অ্যান্থনি চার্চ, যা জনসাধারণের জন্য প্রতি বছর শুধুমাত্র মে মাসে খোলে। টেরাকোল ফোর্ট গোয়ার স্বাধীনতা সংগ্রামের সঙ্গেও ওতপ্রোত ভাবে জড়িত। এই ফোটকে ভিত্তি করে ১৮২৫ সালে গোয়ার রাজবংশের এক বংশধর ডক্টর বার্নাডো পেরেস ডি সিলভা, পর্তুগীজদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের ডাক দেন। ফলে পর্তুগীজরা আন্দোলনকারীদের মিটিং ও মিছিলের ওপর বর্বরোচিত আক্রমণ করে, ও বহু মানুষকে খুন করে। বিপ্লব অসফল হয়। ১৯৫৪ সালে গান্ধীবাদী এক দল মানুষ, টেরাকোল ফোর্টের মাথায় ভারতীয় পতাকা উত্তোলন করেন। বর্তমানে এটার একটা অংশ হোটেল হয়ে গেছে। আবার হোটেলটাও আগস্ট ২০১৩ থেকে বন্ধ। লোকজন থাকে না হয়তো। ফোটের ওপর থেকে টেরাকোল বীচের সৌন্দর্য বর্ণনাতীত। এই বীচটা আসলে নদীর মোহনায় অবস্থিত। ছবি তুলে ও কিছু খেয়েদেয়ে ফিরে চললাম ফেরিঘাটে। বার্জ ছাড়বে বেলা তিনটেয় তাই মিনিট পনের বার্জেই থাকলাম। এপারে ফিরে এসে টেরাকোল বীচে গেলাম। অপূর্ব বীচ। একদম ফাকা সোনালী বালির বীচটা কিন্তু ভয়ঙ্কর। প্রচণ্ড ঢেউ আর ভীষণ গভীর। ফিরে এলাম আরাম্বুলে। সেখান থেকে বাস ধরে পানাজিতে ফিরে এলাম সন্ধে ছ-টায়। রাজু, প্রিয়াঙ্কা আর সবার বড় আদরের দাদুভাইয়ের জন্যে কিছু জামাকাপড় কিনে, হলিডে হোমে ফিরে এলাম। রাতে বাস ধরে গেলাম পানাজিতে ডিনার করতে। রাত দশটায় ফিরে এলাম হলিডে হোমে। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
", northernmostgoaenglish : "06-02-2014-Today our program is in different places in the northernmost part of Goa, i.e., almost on the border of Maharashtra. Let's go to Arambul first. We got ready in the morning and went to the bus stand. First, we reached Mapusa by bus. From there we caught the bus to Arambul. We were able to sit down but it was very crowded. Less bus runs in this route and so the bus is crowded. The bus reached Arambul at about 12 noon. We took a taxi to Mandrem Beach. Beautiful beach. Half necked foreigners are also here but still a great beach. Huge wide and there are a lot of waves here. I took pictures at Arambul beach. This beach is both rocky and sandy. There is a clear hot water tank or lake which extends almost to the beach. It is filled with sulfur mud around the lake. Many people sit here in the mud for the medicinal properties of the soil. Arambul is an ideal image of the traditional village of Goa. It is surrounded by rows of palm, coconut trees, fishing boats, a church and the temple of Rawalnath. Many tourists do not come here because this beach is lonely. Peace and solitude are the features of this beach. Still there are hotels and restaurants here. From here we went to see Terracol Beach and Fort. We have to cross a river called Terracol to reach a place called Quipen. The river looks great. We crossed the river in a barge with our car. We started towards the fort. The scenery around the fort is extremely beautiful. We Arrived at Terracol Fort. This fort is located at the northern end of Goa. The fort was built by Santobadi kings in the seventeenth century. The fort was occupied by the Portuguese in 1664 and rebuilt in 1764. The courtyard of the fort includes the century-old St. Anthony's Church, which opens to the public only in May every year. Terracol Fort of Goa is also deeply involved in the freedom struggle. Based upon this fort, in 1825, Dr. Bernardo Perez de Silva, a descendant of the Goa dynasty, called for an armed revolution against the Portuguese. As a result, the Portuguese launched barbaric attacks on the meetings and processions of the protesters, killing many people. The revolution failed. In 1954, a group of Gandhians hoisted the Indian flag over the Terracol Fort. At present a part of it has become a hotel. The hotel is also closed from August 2013, Probably for the shortage of visitors. The beauty of the Terracol beach is indescribable. This beach is actually located at the mouth of the river. After taking pictures and eating something, we went back to the ferry terminal. The barge will leave at three o'clock in the afternoon so we stayed at the barge for fifteen minutes. we came back here and went to Terracol Beach. Wonderful beach. The empty beach of golden sand is terrible. There are strong waves and the sea is very deep. We came back to Arambul. From there we took a bus and returned to Panaji at 6 pm. After buying some clothes for Raju, Priyanka and our beloved grandson, we returned to the holiday home. We took the bus at night to have dinner in Panaji and came back to the holiday home at ten o'clock at night. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
", photonorthernmostgoa : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", majordabengali : "০৭-০২-২০১৪-আজ আমরা যাব মাজোড়দা বলে একটা জায়গায়। বুকিং ডট কম থেকে একটা হোটেল বুক করেছি। হোটেলের মালিক পোরিয়ার ডামাসসেনো সকালে ফোন করে জানালো যে তার হোটেল সারানো হচ্ছে, তাই সে একটা অন্য হোটেলে ব্যবস্থা করেছে। তাই মেনে নিতে হ'ল। সকালবেলা ৬০০ টাকা দিয়ে একটা অটো ঠিক করে সোজা চলে গেলাম মাজোরদার জ্যাক গেস্ট হাউসে। পোরিয়ার আমাদের একটা অন্য হোটেলে নিয়ে গেল। একেবারে ওপর তলায়। নিজেই আমাদের মালপত্র তুলে দিল। দারুণ ঘরটা। বিরাট বড়। রান্নার করার ব্যবস্থা আছে। এয়ার কন্ডিশন আছে, টিভি আছে আর আছে বেশ বড় একটা বাথরুম। এক কথায় গোটা ব্যাপারটা বেশ রুচিসম্মত। ব্যাঙ্কের হলিডে হোমের ঘরের মতো নয়। মালপত্র রেখে কিছু কেনাকাটা করলাম রেঁধে খাব বলে। তাই বলে ভাত-ডাল নয়, কিছু ফাস্ট ফুড বানাবো বলে। দুপুরে একটু বিশ্রাম নিয়ে চললাম হোটেলের সামনে একটা গির্জা দেখতে। বিকেলে বেড়াতে বেড়াতে এ.টি.এম. থেকে কিছু টাকা তোলা হল। একটা গাড়িও বুক করলাম বীচ দেখার জন্যে। একটা ছেলে হোটেল প্রমোশনের জন্যে দুটো কার্ড দিয়ে গেল। এই ব্যাপারে দেখলাম ড্রাইভার খুব আগ্রহী। পরে পোরিয়ারের কাছ থেকে জানতে পারলাম যে, এটা একটা লোক ঠকানোর ব্যবসা। ড্রাইভারদের মোটা কমিশন দিয়ে টুরিস্টদের নিয়ে গিয়ে কার্যত জোর করে অনেক টাকা আত্মসাৎ করে যার পরিমাণটা লাখ টাকা অব্দি পৌঁছে যায়। আমি শনিবার যেতে চাইছি আর ড্রাইভার চাইছে রবিবার। হোটেল প্রমোশন প্রোগ্রাম বাতিল করলাম। ড্রাইভারকে বললাম, যদি শনিবার যেতে চায় তো চলুক নইলে আমি অন্য গাড়ি নেব। গাড়ি ভাড়া ২২০০ টাকা। সারা দিনের জন্যে আর যাব প্রায় কর্ণাটকের বর্ডারে। বিকেলে চললাম মাজোরদা বীচে বেড়াতে। টুলটুল বিকেলেই স্নান করে নিলো। আমি কিছু ছবি তুললাম। বাড়ি ফিরে এসে রান্না করে খেয়ে দেয়ে শেষ হ'ল দিন। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
", majordaenglish : "07-02-2014-Today we will go to a place called Majorda. I have booked a hotel from booking.com. Hotel owner Poria Damasseno called in the morning to say that his hotel was being repaired, so he arranged for another hotel. So, I had to accept. In the morning we got an auto with 600 rupees and went straight to Majorda’s Jack Guest House. Poria took us to another hotel. It was at the top floor. He took our belongings with himself to the new hotel. Great hotel. Huge big house. Cooking is possible. There is air conditioning, a TV and a big bathroom. In a word, the whole thing is quite attracting. Not like our bank’s holiday home. We arranged our belongings and did some shopping to cook and eat. We mean to say that we will make some fast food, not rice and pulses. We took a short break in the noon and went to see a church in front of the hotel. In the afternoon, walk around and withdraw Some money from an ATM. I also booked a car to see the beaches. A boy gave us two cards for a hotel promotion. I saw that the driver is very interested in this. I later learned from Poria that this was a fraudulent business. They took the tourists with a hefty commission for the drivers and practically forcibly embezzled a lot of money which amounted to lakhs of rupees. I want to go on Saturday and the driver wants Sunday. I canceled the hotel promotion program. I told the driver, if he wants to go on Saturday, otherwise I will take another car. Car rental 2200 rupees. I will go to the border of Karnataka for the whole day. In the afternoon we went for a walk on Majorda beach. Tultul took a bath in the afternoon. I took some pictures. We Came back home, cooked and ate and the day is over. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
", photomajorda : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", southgoabengali : "০৮-০২-২০১৪-হোটেল প্রমোশনের অফার বাতিল করে দেওয়ার জন্যে ড্রাইভারের একটু গোসা হয়েছে ঠিকই, কিন্তু আশা ছাড়েননি। আরও বড় কথা অনেক টাকা ভাড়ার ট্যাক্সি চালিয়েও তো কিছু লাভ হবে, তাই যাত্রীটাকে ছাড়তেও চাইছেন না। এখন কিছু না বললেও রাস্তায় ঝামেলা করতে পারেন এই আশঙ্কায় আমি আপাতত দেখছি দেখছি করে কাটিয়ে দিলাম। গাড়ি প্রথম পৌঁছল কোলভা বীচে। দক্ষিণ গোয়ার স্যালসিট তালুকার এক অন্যতম জনপ্রিয় বীচ। রুপালী বীচের সাথে সমান্তরালভাবে থাকা নারকোল গাছের সারি ও নীল আকাশের এক বিস্ময়কর মিলনস্থল। এক-দু কি.মি. এধার ওধার হেঁটে গেলে, প্রকৃতি মায়ের অকৃপণ দানে তৈরি হওয়া এই সৌন্দর্যের অনুভবী স্বাদ পাওয়া যাবে। এখানে চার্চ অফ আওয়ার লেডি অফ মার্সি নামে একটা সুন্দর চার্চ আছে। এটা যেহেতু দক্ষিণ গোয়ার অন্যতম বিখ্যাত বীচ, তাই এখানে মাঙ্গোতপোগুলোর বাঁদরামো আছে ঠিকই, কিন্তু এটা বাদ দিলে এক কথায় বীচটা অনবদ্য। চললাম বোনোলিম বীচে। এক অত্যন্ত শান্তিপূর্ণ বীচ। এর নামকরণ হয়েছে একটা সংস্কৃত শব্দ থেকে। এ ব্যাপারে একটা সুন্দর লোককথা প্রচলিত আছে। ভগবান পরশুরাম সাহাদ্রি পর্বতের ওপর থেকে সমুদ্রকে সরিয়ে দিয়ে একখণ্ড জায়গা নিয়ে নেন। পরবর্তীকালে এই জায়গার নাম হয় গোয়া। খুব ফাকা শান্ত বীচ। দেখতেও মন্দ নয়। চললাম ভারকা বীচে। ৫ কিমি দীর্ঘ এই রুপালী বালির সমুদ্রতটে শুধুমাত্র শান্তিতে বালির মধ্যে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে, কখন যে সময় পেরিয়ে যাবে তা টেরও পাওয়া যাবে না। কিন্তু আমরা গেছি সিজন টাইমে ফলে বহু বিদেশীদের ভিড়। প্রায় বীচই দেখা যায় না এত ভিড়। যেখানে সেখানে কাপড়জামা খুলে শুয়ে আছে আর নৌকো চলানোর কর্মচারীরা এসব দেখে হাসছে। জলের রং আর ঢেউ কিন্তু মন কাড়ে। যেন ফ্রেমে আঁটা ছবি। চললাম কোভালোসিম বীচ দেখতে। সাত কি.মি. দীর্ঘ এই বীচ দক্ষিণ গোয়ার দীর্ঘতম বীচ। এখানে টুরিস্ট খুবই কম তাই সুযোগ সুবিধাও অনেক কম, যদিও খাওয়া থাকার মোটামুটি ব্যবস্থা আছে। বড় সুন্দর বীচ আর বেশ ফাঁকা। যত দক্ষিণের দিকে চলেছি বীচগুলো ততই ফাঁকা। এটা পড়ে মোবড় গ্রামে। মোবড় গ্রাম থেকে ফেরি পেরিয়ে চললাম বেতুল বীচ দেখতে। কিন্তু বেতুলে সেরকম কোন বীচ নেই। যেটা আছে সেটা একটা চড়া পড়ে যাওয়া বালির দ্বীপ মাত্র। তবে এই বালির দ্বীপ নীল জল দিয়ে ঘেরা তাই দেখতে দারুণ লাগে। বেতুল থেকে চললাম কাবো ডি রামা ফোর্ট দেখতে। ড্রাইভার রাস্তা ভুল করল। পাঁচ-সাত কিলোমিটার যাবার পর তার মনে হ'ল ভুল রাস্তায় চলে এসেছে। পরে অবশ্য ঠিক রাস্তার নিয়ে এসেছে। কঙ্কোনা তালুকায় সমুদ্রের তীরে ল্যটেরাইট পাহাড়ের ওপর অবস্থিত ও রামের নামে নামকরণ করা এই নগরফোর্ট এক অনিন্দ্যসুন্দর জায়গা। কথিত আছে রাম তার বনবাসকালে এই জায়গায় ছিলেন। এই নগরফোর্ট অনেক হাত ঘুরে সর্বশেষে সোন্ডার রাজার থেকে ১৭৬৩ সালে পর্তুগীজদের হাতে যায়। পর্তুগীজরা এর পুনর্নির্মাণ করে। ১৭৯৭ সাল থেকে ১৮১৩ সাল অব্দি এই ফোর্ট ব্রিটিশদের হাতে ছিল। বর্তমানে সামনের দেওয়ালের কিছু স্মৃতিচিহ্ন ও শুকনো এক পরিখা ছাড়া আর কিছু দেখা যায় না। ভেতরে ভাঙা ছাদের ওপর কিছু জংধরা পর্তুগীজ কামানের অবশিষ্টাংশ রয়েছে। ফোর্টের মাঠের মধ্যে একটা চার্চও আছে। ১৯৫৫ সাল অব্দি এই ফোর্ট জেলখানা হিসেবে ব্যবহৃত হতো। পশ্চিমদিকে সুবিশাল নীল জলরাশি আর সাদা বালির সমুদ্রসৈকতকে ঘিরে রেখেছে সবুজ নারকোল বীথি। খুব মনে হচ্ছিল কাবো ডি রামা ফোটের পুরানো ইতিহাসের কথা যখন পর্তুগীজরা রাজত্ব করতো। এত সুন্দর জায়গাটা একটা নরক ছিল আর অত্যাচারের মর্মর কাহিনী যেন বাতাসে ভেসে বেড়ায়। চললাম আ্যাগোন্ডা বীচ দেখতে। বীচটা খুবই বড়। দেখতে ভাল আর ফাঁকা। যত দক্ষিণের দিকে চলেছি বীচগুলো ততই ফাকা হচ্ছে, আর আমাদেরও খুব ভাল লাগছে। চললাম পালোলেম বীচে। বিরাট বীচ আর এই প্রথম দেখলাম বীচের পাশে একটা স্কুল রয়েছে। মিশনারি স্কুল। চললাম পাটনেম বীচে। ভীষণ নোংরা বীচ। এই প্রথম এত বাজে বীচ দেখলাম। এখানেও কিন্তু প্রচুর হোটেল আর লোকজনে ভর্তি। বুঝে উঠতে পারলাম না। ড্রাইভারকে জিজ্ঞাসা করতে বলল যে সামনে একটা দ্বীপ আছে, সেটা এখান থেকে যাওয়া যায়, তাই লোকজন এসে থাকে। কিন্তু তাও আমার খটকা লাগল কারণ এত ভাল ভাল বীচ থাকতে এখানে পয়সা দিয়ে বিদেশীরা থাকবে কেন। ড্রাইভারকে আর একটু জিজ্ঞাসা করতে বললেন, এটা ড্রাগের নেশা করার বীচ। এইবার দুয়ে-দুয়ে চার হ'ল। চললাম কোঙ্কনা রেল স্টেশন দেখতে। দারুণ স্টেশন। চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা এক অপরূপ সুন্দর জায়গা। কিছুক্ষণ থেকে ড্রাইভারকে বললাম তালপোনা, গালগিবাগা দেখে মাসের যাব। এইবার ড্রাইভার বেঁকে বসল। প্রথমে বলল আমি রাস্তা জানি না। আমি বললাম আমার কাছে ভাল ম্যাপ আছে আমি বলে দেব, আর রাস্তার লোকজনকে জিজ্ঞাসা করলেই জানা যাবে। তারপর বলল আমার অন্য লোক নিয়ে এয়ারপোর্ট যেতে হবে। বললাম আমাদের জন্য পুরো দিনটা রেখেছ, সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত, আর তার জন্যে বেশি পয়সাও নিয়েছো, তাহলে যাবেন না কেন ? এবার বলল আমার খিদে পেয়েছে তাই আর চালাতে পারব না। বললাম ভাল হোটেলে নিয়ে চল-আমরাও খাব তোমাকেও খাওয়াব। কোনও দিক থেকে যুক্তিতে না পেরে চলল হোটেলের দিকে। খুব ভাল করে খেল আর অনেক বিলও করল। আমি সব পেমেন্ট করে দিলাম। তারপর চলল সেই অনিন্দ্যসুন্দর বীচ দুটোয়। এখানে একটা কথা বলা দরকার যে ড্রাইভারের প্রথম ভয় পুলিসকে নিয়ে। টুরিস্ট যদি অভিযোগ জানায় তবে বেশ শাস্তি হবে। দ্বিতীয়ত এই সমস্ত জায়গায় বাস যায় তাই গাড়ি না গেলে বাসেও যেতে পারতাম। ড্রাইভার এসব ঝামেলার মধ্যে না গিয়ে লাঞ্চের খরচটা বাঁচিয়ে নিল। আমি অবশ্য তাতে খুশি কারণ আমরাও কিছু খাবার সুযোগ পেলাম আর একজন গরীব মানুষের জন্য কিছু করলাম। প্রথমে গেলাম তালপোনা বীচে। শান্ত এই বীচে কয়েকজন জেলে ছাড়া আর কেউ নেই। ভীষণ উপভোগ করলাম বীচটা। এদিকে দিনও প্রায় শেষ হয়ে এল। এবার গেলাম গালগিবাগা বীচে। এখানেই আরব সাগরের বুকে পৃথিবীর একচ্ছত্র অধিপতি অস্ত গেলেন আর নীল আকাশ ও ছেঁড়া ছেঁড়া মেঘের বুকে ছড়িয়ে দিয়ে গেলেন আবীরের আলপনা। মোহিত হয়ে গেছিলাম মনে হচ্ছিল সার্থক হ'ল আমার গোয়া ভ্রমণ। সত্যিই গোয়া খুব সুন্দর, বড্ড আদরের বড্ড মিষ্টি। চললাম মাসের দেখতে। এটা একটা ছোট্ট জনপদ। সন্ধেবেলা দারুণ লাগছিল। মনে হচ্ছিল কোন এক চায়ের দোকানে বসে লোকজনদের সঙ্গে চা-মুড়ি দিয়ে আড্ডা মারি। কিন্তু অনেক দূর যেতে হবে তাই সোজা ন্যাশনাল হাইওয়ে ধরে মারগাঁও ও সেখান থেকে মাজোরদা। রাত সাড়ে আটটায় বাড়ি ফিরে ড্রাইভারকে আরও দুশো টাকা বেশি দিয়ে মুখের হাসি বার করেই ছাড়লাম। উনি অনেক ধন্যবাদ দিয়ে চলে গেলেন। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
", southgoaenglish : "08-02-2014-The driver was a little angry to cancel the hotel promotion offer, but did not give up hope. Bigger than that, there will be some profit even if he drives a taxi for a big amount, so he doesn't even want to cancel the passenger. Now, even if we don't say anything, we killed time and watched, the fear that we might get in trouble on the road. The car first arrived at Colva Beach. South Goa is one of the most popular beaches in Salisbury taluka. Rows of coconut trees parallel to silvery Beach and a wonderful meeting place of blue sky. One to two km If you walk here and there, you will get a sensual taste of this beauty created by the generous gift of Mother Nature. There is a beautiful church here called the Church of Our Lady of Mercy. Since it is one of the most famous beaches in South Goa, there are foreigners, but in a word, the beach is perfect. We then Went to Bonolim Beach. This is an extremely peaceful beach. It is named after a Sanskrit word. There is a beautiful folk tale about this. Lord Parshuram removed the sea from the top of Sahadri Mountain and took a piece of land. Later this place was called Goa. It is a Very empty and quiet beach, not bad to see. We went to Varka beach. On this 5 km long silver sandy beach, just sitting in the sand in peace and watching the waves of the sea, you will never know when the time will pass. But as we went in season time resulting in a lot of foreign crowds. Almost the beach is not seen with the crowd. There are people lying there undressed and the boatmen laughing at all this. The color of the water and the waves are mind blowing. Like a picture frame. We then went to see Kovalosim Beach. 7 km Long, this beach is the longest beach in South Goa. There are very few tourists here so the facilities are also very limited, although there is a fair amount of accommodation. This is a big beautiful beach and quite empty. The more we go south, the emptier the beaches are. It fell in Mobar village. We crossed the ferry from Mobar village to see Betul beach. But there is no such beach in Betul. All that is left is an island of sand. However, this sand island is surrounded by blue water so it looks great. We went from Betul to see Cabo de Rama Fort. The driver made a mistake on the road. After five or seven kilometers, he felt that he had taken the wrong path. Later, of course, came right down the street. Situated on the shores of the laterite hill in the Kankona taluka, this fort is named after Lord Rama. It is said that Lord Rama was in this place during His exile. The city fort finally came to the hands of Portuguese in 1763, after different contenders and at the last the king of Sondar. The Portuguese rebuilt it. The fort was in the hands of the British from 1797 to 1813. At present nothing can be seen except some relics on the front wall and a dry moat. Inside, there are remnants of some jagged Portuguese cannons on the broken roof. There is also a church in the grounds of the fort. Until 1955, the fort was used as a prison. To the west, the vast blue waters and white sand beaches surround the green coconut groves is a sight to behold. It was very reminiscent of the old history of Cabo de Rama Fort when the Portuguese ruled. Such a beautiful place was once a hell and the murmur of torture seemed to float in the air. We then went to see Agonda Beach. The beach is too big. Good to see and empty. The more we go south, the emptier the beaches are, and we feel better. We went to Palolem beach. Great beach and this is the first time we saw a school next to the beach. It is a missionary School. We went to Patnem beach. Very dirty beach. This is the first time we saw such a bad beach. But here too there are plenty of hotels and crowds. Couldn't understand the reason. Asked the driver and he said that there is an island in front, so people come. But we also wondered why foreigners would stay here with paying huge money where there are so many good beaches. Asked the driver again a little more, it is a drug addiction beach. This time the answer is right. We went to see Konkana railway station. Nice looking station. It is a beautiful place surrounded by mountains. After a while we told the driver to go to Talpona, Galgibaga and then Maser. This time he said I am hungry so I can't drive anymore. I said take me to a good hotel, we will also eat with you too. Unable to reason from any direction, he drove towards the hotel. He ate well and did a lot of bills. I made all the payments. Then we went to those two beautiful beaches. One thing that needs to be said here is that the driver's first fear is with the police. If the tourist complains, there will be a lot of punishment. Secondly, plenty of buses run to all these places, so if there was no car, I could go by bus. The driver did not get into these troubles and saved the cost of lunch. I am happy because we also got some food and did something for a poor person. First, we went to Talpona beach. There is no one on this quiet beach except a few fishermen. I really enjoyed the beach. Meanwhile, the day is almost over. This time we went to Galgibaga beach, the only ruler of the world sets down in the west and left the remnants of colourful dyes in the white clouds of blue sky above the Arabian Sea. I was fascinated and it seemed that my trip to Goa was successful. Really Goa is very beautiful, very sweet. We went to see the Maser. It is a small town. The evening looked great. It was as if we were sitting in a tea shop and chatting with people taking a cup of tea. But we have to go a long way, so we took the National Highway straight to Margaon and from there to Majorda. We returned home at 8.30 pm and left the driver with a smiling face by paying with extra two hundred rupees. He left giving thanks to us. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
", photosouthgoa : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", chandarbengali : "০৯-০২-২০১৪-সকালবেলাই গেলাম সমুদ্রে স্নান করতে। ভীষণ ঢেউ আর খুব কারেন্ট, তাই বেশি স্নান করা গেল না। এখানকার লোকেরা বলল জোয়ার এসেছে। বাড়ি ফিরে মিষ্টি জলে চান করে বেরলাম মারগাঁও যাব বলে। ছোট বাসে করে স্থানীয় লোকদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেলাম মারগাঁও। মারগাঁও গোয়ার সবচেয়ে ধনী, স্যালসেট তালুকার প্রধান কার্যালয়, একটা বড় ব্যবসা কেন্দ্র, আর রাজ্যের দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ শহর। এই শহর এক সময় ধর্ম ও শিক্ষার পীঠস্থান ছিল, আর বিভিন্ন ধনসমৃদ্ধ মন্দিরের জন্য খ্যাত ছিল বংশানুক্রমে খ্যাত ছিল। কিন্তু এই যশোদায়ক বংশানুক্রম, সপ্তদশ শতাব্দীতে পর্তুগীজ আক্রমণে চুরমার হয়ে যায়। পুরোনো পর্তুগীজ স্থাপত্যের নিদর্শন গোয়ার বিভিন্ন জায়গার মত এখানেও বর্তমান। শুক্রবার এখানে একটা মেলা বসে যা গোয়ার শহরবাসীর কাছে খুবই জনপ্রিয়। এখান থেকে আর একটা বাসে করে চললাম চান্দর। মারগাঁও থেকে ১৩ কি.মি. পূর্বে সালসেট ও কুইপেম তালুকার সীমানায় অবস্থিত চান্দর এক অতিসুন্দর গ্রাম। পর্তুগীজদের ভিলা, খামার বাড়ী, ও রাস্তার দুধারে গাছের সারি দেখার মত। চান্দরের সবথেকে বিখ্যাত দুটো ভিলার নাম পেরিয়ার ব্রাগ্যাবজা ও মেনিজেস ব্রাগ্যাবজা। এই ভিলা দুটোকে পর্তুগীজদের ঔপনিবেশিক ঐতিহ্যের নিদর্শন বলা হয়। ধনবান ব্রাগ্যাবজাদের এই ভিলা ১৫০০ সালে তৈরি হয়। দোতলা বাড়ীর বিরাট সদর ও পরপর ২৮টা জানালা রয়েছে, যাতে করে বসত বাড়ির বিশালতা সহজেই অনুমান করা যায়। শুধু পর্তুগীজরাই নয় ১৩৬৭ সাল পর্যন্ত চান্দর, পুরানো কাদম্ব রাজাদেরও রাজধানী ছিল এই চান্দর। তার ফলে ভারতবর্ষের পুরোনো ঐতিহ্যময় কলা ও ভাস্কর্যের নিদর্শনও এখানে রয়েছে। ১৩৬৭ সালে কাদম্ব রাজা, বিজয়নগরের সম্রাটের কাছে পরাজিত হ’ন। চান্দরের পুরানো ভাস্কর্য বর্তমানে পুরানো গোয়ার মিউজিয়ামে রাখা আছে। পেরিয়ার ব্রাগ্যাবজা ও মেনিজেস ব্রাগ্যাবজাদের বংশধররা, তাদের পিতৃপুরুষের পুরোনো ভোগবিলাসের জিনিসপত্রগুলো, অসাধারণভাবে সাজিয়ে রেখেছে। অনেক ছবি তুললাম, আর ১০০ টাকা মেন্টেনেন্স ফি দিয়ে ফিরে এলাম বাস স্ট্যান্ডে। বাস আসতে দেরী আছে বলে আমরা দুজনে মিলে প্রথমে আখের রস ও পরে একটা গোটা তরমুজ খেয়ে ফেললাম। কুইপেমের গির্জা আজ বন্ধ তাই ওটা দেখা হ'ল না। পৌঁছে গেলাম মারগাঁও। মারগাঁও থেকে আবার বাস ধরে চলে এলাম ভাস্কো পোর্ট দেখতে। ভাস্কো বাস স্ট্যান্ড থেকে আবার একটা বাস ধরে চললাম ভাস্কো সিটিতে। সেখান থেকে একটা অটো নিয়ে চললাম মরমুগাঁও বা ভাস্কো পোর্ট দেখতে। ভাস্কো থেকে চার কি.মি. দুরে মরমুগাঁও ভারতের পশ্চিম উপকুলের এক অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর-নগর। এটা একটা প্রাকৃতিক বন্দর। একদিকে রয়েছে ল্যাটেরাইটের মালভূমি, অন্যদিকে একটা ব্যাকওয়াটার। এর জলকে নিয়ন্ত্রিত করে অনেক ভেসেল, স্টিমার মূল জলাধারে আনা হয়। গোয়ার বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে তোলা লোহা ও বক্সাইটের আকরিক, অন্য দেশে, বিশেষত জাপানে রপ্তানি করা হয়। ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে উপকূলবর্তী ব্যবসাও এই বন্দরের মাধ্যমে হয়ে থাকে। একদিকে সমুদ্রের নীল জল, সবুজ পাহাড় আর এক দিকে বিশাল কর্মযজ্ঞ। অবাক হয়ে যেতে হয় মানুষের এই কর্মকাণ্ড দেখে। একই রাস্তার সন্ধে সাড়ে ছ-টায় ফিরে এলাম মাজোরদার হোটেলে। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
", chandarenglish : "09-02-2014-We went to bath in the sea in the morning. There were a lot of waves and a lot of current, so we couldn't take a bath properly. People here say the tide has come. We came back to hotel and have a second bath with fresh water and started for Margaon. We reached Margaon by a small bus talking with the locals. Margaon is the richest in Goa, the headquarter of Salset taluk, a large business center, and the second most important city in the state. The city was once the abode of religion and learning, and was famous for its various rich temples. But this glorious genealogy was shattered by the Portuguese invasion in the seventeenth century. Patterns of old Portuguese architecture are present here as well as various places in Goa. A fair is held here on Friday which is very popular among the people of Goa. From here we took another bus to Chandar, 13 km from Margaon. Chandar is a beautiful village located on the border of Salset and Quipem talukas in the east. Its worth seeing Portuguese villas, farm houses, and rows of trees on both sides of the road. The two most famous villas in Chandar are Periyar Bragabaja and Menezes Bragabaja. These two villas are said to be part of the colonial heritage of the Portuguese. This villa of the wealthy Bragabajas was built in 1500. The two-story house has a huge front and 28 windows in a row, so that the size of the house can be easily estimated. This Chandar was the capital not only of the Portuguese but also of the old Kadamba kings till 1367 AD. As a result, there are also patterns of old traditional art and sculpture of India. In 1367, King of Kadamba dynesty was defeated by the emperor of Vijayanagar. Old sculptures of the Chandar are now housed in the old Goa Museum. Descendants of the Periyar Bragabaja and Menezes Bragabaja maintained their ancestors' old luxury items in a remarkably well-arranged manner. We took many pictures and paid 100 Rupees as maintenance fee and came back to the bus stand. Since the bus was late, we ate sugarcane juice first and then a whole watermelon. The church in Quipem is closed today so it was not visited. We reached Margaon. We took a bus from Margaon again to see Vasco Port. We took another bus from Vasco bus stand to Vasco City. From there we took an auto to see Marmugaon or Vasco port. It is just four km from Vasco and is one of the most important port cities on the west coast of India. It is a natural port. There is a plateau of laterite on one side and a backwater on the other. Many vessels and steamers are brought to the main reservoir by controlling its water. Iron ore and bauxite ore extracted from various hilly areas of Goa are exported to other countries, especially Japan. Coastal trade with various states of India is also doing business through this port. On one side is the blue water of the sea, the green hill and on the other side is huge engineering works. People are surprised to see this activity. We returned to Majordar Hotel at 6:30 pm on the same way. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
", photochandar : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", bicholimbengali : "১০-০২-২০১৪-আজ আমাদের প্রোগ্রাম বিচোলিম যাওয়া। যদি মারগাঁও থেকে সরাসরি বাস না পাওয়া যায় তবে মারগাঁও থেকে পানাজি হয়ে বিচোলিম যেতে হবে। আবার আজই পোরিয়ারের গেষ্টহাউসে যেতে হবে। সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলাম। পোরিয়ারের গেষ্টহাউসে কোনরকমে মালপত্র রেখে চললাম মাজোরদার বাসস্ট্যান্ডে। চলে এলাম মারগাঁও। মারগাঁও থেকে একটা এয়ার কন্ডিশন বাসে করে চলে এলাম পানাজি। সেখান থেকে আধ ঘণ্টা অন্তর বিচোলিমের বাস পাওয়া যায়। প্রথম বাসটা ছেড়ে দিলাম। পরের বাসটায় বেশ যুতসই দুটো সীট নিয়ে বসে গেলাম। কিছু খাবার-দাবার ফল আগেই কিনে নিয়েছিলাম। বাস ছাড়ার সময়ের মধ্যেই কিছু খাওয়া-দাওয়া করে নিলাম। সময়মতই বাস ছাড়ল। বিচোলিম পৌঁছলাম বেলা ১২-টায়। দারুণ সুন্দর বাসস্ট্যান্ড। পাহাড়ের কোলে একটা ছিমছাম জায়গা। বিচোলিম মূলত মারাঠি ও পর্তুগীজদের যুদ্ধের জন্যে বিখ্যাত। ইতিহাসে বিচোলিম যুদ্ধ নামে পরিচিত। ১৬৪০ সালের মাঝামাঝি থেকে ১৬৪১ সালের প্রথমার্ধ পর্যন্ত মারাঠা সম্রাট শিবাজী ভোসলে ও পর্তুগীজদের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়। শেষ অব্দি দুপক্ষের মধ্যে একটা শান্তিচুক্তি হয়, যে মারাঠা ও গোয়া দু-দেশের সীমানা দুপক্ষই সম্মান করবে৷ কিন্তু চুক্তি হলেও পর্তুগীজদের দখলে থাকা দমন ও দিউ এই দুই দ্বীপকে নিয়ে দুপক্ষেরই স্নায়ুযুদ্ধ বর্তমান ছিল। এক সময় পর্তুগীজদের বিরুদ্ধে পারলেম ও বারভেজ তালুকাতেও আন্দোলন সংগঠিত হয়েছিল। ৫০০ টাকায় একটা অটো নিয়ে চললাম রুদ্রেশ্বর মন্দির ও ফলস দেখতে। রাস্তার দুধারের সৌন্দর্য অসাধারণ। রুদ্রেশ্বর মন্দিরে পুজো দিয়ে চললাম হারভালেম ফলস দেখতে। ঝর্ণাটার ধারা একটু কম থাকলেও দেখতে খারাপ লাগছে না। ঝর্ণার জল নীচের লেকে এসে পড়ছে, সেটাই আবার মন্দিরের পুণ্যার্থীদের স্নান করার জায়গা। পাথরের গুহায় প্রাচীন রুদ্রেশ্বরের লিঙ্গ বর্তমান। মন্দিরের বিগ্রহ হারভালেম ঝর্ণার দিকেই মুখ করা। ঝর্ণার জলে এক প্রস্রবণের সৃষ্টি হয়েছে, যা শিবরাত্রির দিন পুণ্যস্নানের জন্য বিখ্যাত। ছবি ও ভিডিও তুলে চলে এলাম পাণ্ডব গুহায়। বহু পুরোনো একটা গুহা। বর্তমানে গোয়া সরকার এর দায়িত্ব নিয়েছে। গাড়ি নিয়ে চললাম মায়েম লেক দেখতে। মায়েম গ্রামের কাছেই অবস্থিত মায়েম লেক, পর্যটকদের জন্যে এক চমৎকার জায়গা। লেকের চতুর্দিকে ঘন সবুজ জঙ্গলের ঘেরাটোপ, ও গোয়া সরকারের ট্যুরিজম দপ্তরের ব্যবস্থাপনা এককথায় দারুণ। মায়েম গ্রাম টেরাকোটার কাজের জন্যও বিখ্যাত। মায়েম লেক খুব সুন্দর আর অনেক বড় প্রাকৃতিক লেক। ১০ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে চললাম। লেকের ধারে বসার ব্যবস্থা আছে। বোটিং করার ব্যবস্থাও আছে। জলের ওপর ভাসমান প্লাস্টিক কিউবে দাড়িয়ে কিছু ছবি তুলে চলে এলাম গাড়িতে। ড্রাইভারকে বললাম বিচোলিমের কাজু তো বিখ্যাত। যেখানে ভাল কাজু পাওয়া যায়, সেখানে নিয়ে যেতে। একটা দোকানে নিয়ে গেল যেটা গভঃ রেজিস্টার্ড। বাড়ির সবার জন্যে কিছু কাজু কিনে ফিরে এলাম বিচোলিমের বাসস্ট্যান্ডে। ড্রাইভারের পাওনা মিটিয়ে বাসের টাইম টেবিলে দেখি বিকেল সাড়ে চারটেয় সরাসরি মারগাঁওয়ের বাস ছাড়বে। কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর বাসে করে সোজা মারগাঁও। সন্ধ্যে সাড়ে ছটায় গেস্ট হাউসে। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
", bicholimenglish : "10-02-2014-Today our program is going to Bicholim. If direct bus is not available from Margaon, then we have to go to Bicholim from Margaon via Panaji. We have to go to Porier's guest house again today. We packed everything. Somehow, we left my luggage at the Porier’s Guesthouse and went to the Majorda bus stand. We moved to Margaon. We took an air-conditioned bus from Margaon to Panaji. Bicholim buses are available half an hour apart from there. We left the first bus. We took the next bus with two suitable seats. We had already bought some food and fruits. We took some food and drink during the time of leaving the bus. The bus left on time. I reached Bicholim at 12 noon. It is a Great bus stand. It’s a nice place in the basin of mountains. Bicholim is mainly famous for the Marathi and Portuguese wars, known in history as the Battle of Bicholim. From the mid-1640s to the first half of 1641, fierce fighting broke out between the Maratha emperor Shivaji Bhosle and the Portuguese. At the end of the day, a peace agreement was reached between the two sides, which would respect the borders of Maratha and Goa. But despite the agreement, there was a cold war between the two sides over the Portuguese-occupied islands of Daman and Diu. At one time a movement was also organized against the Portuguese in Parlem and Barvez talukas. We took an auto for 500 rupees to see Rudreshwar Temple and Falls. The beauty on both sides of the road is extraordinary. We Worshiped at Rudreshwar Temple and went to see Harvalem Falls. The flow of the fountain is a little less, but it doesn't look bad. The water of the fountain is flowing into the lake below, which is again the place for the devotees to bath. The lingam of ancient Rudreshwar is present in the stone cave. The idol of the temple faces the Harvalem fountain. A spring has formed in the water of the spring, which is famous for bathing on the day of Shivaratri. we took pictures and videos and went to Pandav cave, a very old cave. At present the Goa government has taken the responsibility. We drove to see Mayem Lake. Mayem Lake, located near the village of Mayem, is a great place for tourists. The lake is surrounded by lush green forest, and the management of the Goa government's tourism department is excellent for beautification of the lake. The village of Mayem is also famous for its terracotta work. Mayem Lake is a very beautiful and very large natural lake. We bought tickets with 10 rupees each and went inside. There is seating arrangement beside the lake. Boating is also available. Standing in a plastic cube floating on the water, we took some pictures and got into the car. We told the driver that Bicholim's cashew is famous. Where good cashews are available, take us there. He took to a store that is Govt. Registered. We bought some cashews for every one of our family and came back to the bus stand of Bicholim. After paying the driver's dues, I saw on the bus time table that the bus will leave directly to Margaon at 4:30 pm. We waited for a while then took a bus straight to Margaon. We reached the guest house at 6:30 in the evening. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
", photobicholim : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", bigfootbengali : "১১-০২-২০১৪-আজ গোয়ায় আমাদের শেষ দিন। কাল বেলা ১২-টার প্লেনের টিকিট কাটা আছে তাই কাল আর বেরনোর কোনও প্রোগ্রাম নেই। অনেক কিছু বাদ চলে গেল। জানিনা সেগুলোর জন্যে আবার আসা হবে কিনা। আজ আমরা যাব বিগফুট আর রাচোল সেমিনারি। সকাল সকাল গেস্ট হাউস থেকে বেরিয়ে মাজোরদা থেকে মারগাঁওয়ের বাস ধরে, সেখান থেকে চলে এলাম বিগফুট। গোয়ার পুরানো সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন। ১০০ টাকা এন্ট্রি ফি দিয়ে চলে গেলাম বিগফুটের অন্দরমহলে। ঢোকার সাথে সাথেই শুরু হল অডিও-ভিজুয়াল ধারাভাষ্য। বিগফুটের মূল বৈশিষ্ট্য গোয়ার পুরানো সংস্কৃতি, তাদের জীবনধারা, ধর্ম, রীতিনীতি ইত্যাদি নিয়ে একটা পুরুষানুক্রমিক মিউজিয়াম।। বিগফুট নিয়ে অনেক গল্পও কথিত আছে। গোয়ার হাতের কাজের কিছু জিনিসপত্র কিনে চলে এলাম মারগাঁওয়ে। সেখান থেকে আবার একটা বাসে করে চলে এলাম রাচোল সেমিনারি, যা খ্রিষ্টান মিশনারিদের শিক্ষাকেন্দ্র। আগে রাচোল একটা ফোর্ট ছিল। বর্তমানে তা শুধু এক ধ্বংসাবশেষ, কেবলমাত্র পড়ে আছে গেটটা। সামনেই রাচোল পাহাড় ও রাচোল নদী। প্রাকৃতিক সৌন্দর্য এককথায় অনবদ্য। রোমান্টিক জায়গা। ষোড়শ শতাব্দীতে মুসলিম বহেমিয়ান রাজত্বে এই ফোর্ট তৈরি হয়। বিজাপুরের সুলতান ইসমাইল আদিল শা কে পরাজিত করে, বিজয়নগরের রাজা কৃষ্ণআর্য এই ফোর্ট দখল করেন৷ পরবর্তীকালে ১৫২০ সালে পর্তুগীজরা ফোর্টের দখল নেয়। রাচোল অনেক আক্রমণের সাক্ষী। ১৬৮৪ সালে মারাঠি রাজা শম্ভুজী, রাচোল দখল করে। তবে পর্তুগীজরা গোয়ার অন্যত্র রাজ্য বিস্তারে মনোনিবেশ করায় রাচোল অবহেলিত থেকে যায় ও শেষপর্যন্ত তা পরিত্যক্ত হয়ে যায়। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
", bigfootenglish : "11-02-2014-Today is our last day in Goa. Air tickets for the 12 am flight for Kolkata is scheduled. So, there is no program for tomorrow. A lot more places was left out. I don't know if we will come again for those. Today we will go to Bigfoot and Rachol Seminary. Leaving the guest house in the morning, I took a bus from Majorda to Margaon and from there we reached Bigfoot. Goa is a wonderful example of old culture. With an entry fee of 100 rupees, we went to the interior of Bigfoot. Audio-visual commentary begins as soon as you enter. The main feature of Bigfoot is a patriarchal museum with the old culture of Goa, their way of life, religion, customs, etc. There are many stories about Bigfoot. We went to Margaon after buying some handicrafts from Bigfoot. From there we took another bus to Rachol Seminary, the center of Christian missionary education. Earlier Rachol was a fort. At present it is just a ruin, only the gate remains as a witness in front are Rachol hills and Rachol River. The natural beauty is impeccable in one word. It’s a romantic place. The fort was built in the Muslim Bohemian Empire in the sixteenth century. After defeating Sultan Ismail Adil Shah of Bijapur, King Krishnarya of Vijayanagar captured the fort. The fort was later captured by the Portuguese in 1520. Rachol witnessed many attacks. In 1684, the Marathi king Shambhuji captured Rachol. However, as the Portuguese concentrated on the expansion of the kingdom to other parts of Goa, Rachol was neglected and eventually abandoned. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
", photobigfoot : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", headingbengali : "গোয়া", headingenglish : "GOA", };